Crime News: ভাই ছিল না বাড়িতে, ফাঁকা ঘরেই এলোপাথারি কোপ ভাইয়ের বউকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহবধূ

Last Updated:

Crime News: নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানেপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ,বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তাঁর ভাসুর সুব্রত বিশ্বাস।

জানা যায়, এলাকার বাসিন্দা রাহুল মাহাতোর সঙ্গে প্রিয়াঙ্কা কুমারীর বিয়ে হয়েছিল দুই বছর আগে। কিছুদিন আগে তাঁদের মেয়ে হয়। অভিযোগ, মেয়ে হওয়ার পর থেকে তাঁকে মেরে ফেলার হুমকি দিত রাহুল। মঙ্গলবার ভোরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় তাঁর মা।
জানা যায়, এলাকার বাসিন্দা রাহুল মাহাতোর সঙ্গে প্রিয়াঙ্কা কুমারীর বিয়ে হয়েছিল দুই বছর আগে। কিছুদিন আগে তাঁদের মেয়ে হয়। অভিযোগ, মেয়ে হওয়ার পর থেকে তাঁকে মেরে ফেলার হুমকি দিত রাহুল। মঙ্গলবার ভোরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় তাঁর মা।
রঞ্জিত সরকার, নদীয়া: ভাই গেছিল কাজে, শাশুড়িও বাড়িতে নেই৷ ধারালো কাটারি দিয়ে এলোপাথারি কোপ ভাইয়ের বউকে৷ রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসীরা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। ভাসুরকে গাছে বেঁধে মার স্থানীয়দের!
নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানেপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ,বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তাঁর ভাসুর সুব্রত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলেই তারা অভিযুক্ত সুব্রতকে হাতেনাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায়।
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘জ্যাকপট’…! বিরল কাকতালীয় যোগে ৩ রাশির ধন-সম্পদের ফোয়ারা, খুলবে পোড়া কপাল
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাথায় ও ঘাড়ের পেছনের অংশে ধারালো দায়ের কোপ দেওয়া হয়েছে চার-পাঁচটি।
advertisement
advertisement
আরও পড়ুন-রাত পোহালেই ‘লটারি’…! সূর্যের তেজে কাঁপবে বিশ্বব্রহ্মাণ্ড, বুধ-মঙ্গলের সংযোগে বাম্পার উন্নতি ৪ রাশির, দু-হাত ভরে আসবে অঢেল ধন-সম্পত্তি
পরিবার সূত্রে জানা যায়, কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি কলকাতায় আর পাঁচটা দিনের মতন ভোররাত থাকতে গেছিলেন কাজে। অভিভাবক বলতে শাশুড়িও বাড়ি ছিলেন না গতকাল রাতে। । ইতিমধ্যেই শান্তিপুর থানার কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ভাই ছিল না বাড়িতে, ফাঁকা ঘরেই এলোপাথারি কোপ ভাইয়ের বউকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহবধূ
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement