TRENDING:

Nadia: নদিয়ায় প্রথম! সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন, ২৪ লক্ষ টাকার পাইলট প্রজেক্টে রয়েছে আরও একগুচ্ছ সুবিধা

Last Updated:
Nadia News: নদিয়ায় প্রথম সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম। এই স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে, বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের সিলেবাসের সমস্ত পাঠক্রমই পড়াশোনা করতে পারবে অডিও ভিজুয়াল মাধ্যম দ্বারা।
advertisement
1/6
নদিয়ায় প্রথম! সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন, আরও একগুচ্ছ সুবিধা
নদিয়া জেলায় এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দফতরের পক্ষ থেকে এবং শান্তিপুর সমষ্টি উন্নয়ন করণের তত্ত্বাবধানে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয় স্মার্ট ক্লাসের উদ্বোধন অনুষ্ঠান পাইলট প্রজেক্ট হিসাবে।(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শুধু স্মার্ট ক্লাসরুম নয়, মেয়েদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, পরিশুদ্ধ পানীয় জলের মেশিন, অত্যাধুনিক টয়লেট এবং একাধিক বেঞ্চ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ।
advertisement
3/6
জানা যায়, এই স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে, বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের সিলেবাসের সমস্ত পাঠক্রমই পড়াশোনা করতে পারবে অডিও ভিজুয়াল মাধ্যম দ্বারা।
advertisement
4/6
তবে জেলার সবচেয়ে আধুনিকতম স্মার্ট ক্লাসরুমের জন্য সংখ্যালঘু উন্নয়ন দফতরকে অভিবাদনও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং উপস্থিত অতিথিবর্গরা। এছাড়াও বিধায়ক ঘোষণা করেন পার্শ্ববর্তী সিটি ক্লাব এবং বিদ্যালয়ের ব্যবহারে একটি মুক্তমঞ্চ তৈরির কথা।
advertisement
5/6
একই সঙ্গে তিনি বলেন, এই এলাকায় ভোট দেওয়ার জন্য অস্থায়ী ক্যাম্প করতে হতো তবে এখন এই কক্ষ এলাকাবাসীর ভোট প্রদানের ক্ষেত্রেও কাজে লাগবে। চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক রাজ্য সরকার এবং সংখ্যালঘু দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
advertisement
6/6
ইঞ্জিনিয়ার দেবজ্যোতি দে জানান, ইতিমধ্যেই শিক্ষকদের তিনবার প্রশিক্ষণ হয়ে গিয়েছে স্মার্ট ক্লাস নেওয়ার বিষয়ে। অত্যন্ত আধুনিক এবং সমস্ত সুবিধা পেয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরও এগিয়ে যাবে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia: নদিয়ায় প্রথম! সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন, ২৪ লক্ষ টাকার পাইলট প্রজেক্টে রয়েছে আরও একগুচ্ছ সুবিধা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল