এ বার ময়ূরেশ্বর দুই ব্লকের কুন্ডলা পঞ্চায়েতের ১৭৮ নম্বর আসনে সিপিআইএম প্রার্থী হয়েছেন মূক ও বধির ঝর্ণা মণ্ডল। তাঁর প্রচার দেখেই অনেকে হতবাক হচ্ছেন। নানা পেশার নানা বয়সের প্রার্থী হয়েছেন নির্বাচনে। কিন্তু প্রতিবন্ধী এই প্রার্থী জেলা রাজনীতিতে সম্ভবত প্রথম। সেই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ রেলযাত্রীদের জন্য সুখবর, সময়সীমা বাড়ল ‘এই’ সাপ্তাহিক সামার স্পেশ্যাল ট্রেনের
দিন দুয়েক আগে থেকে নিজের এলাকায় প্রচার শুরু করেছেন ঝর্না মণ্ডল। হাতে দলীয় পতাকা নিয়ে প্রতিদিন বেরিয়ে পড়ছেন নিজের এলাকায়। কিন্তু তিনি তো মূক ও বধিরম তাহলে কিভাবে করবেন প্রচার? এই প্রশ্ন ছিল অনেকের মনে। বিশেষ চাহিদা সম্পন্ন ঝর্ণা আকারে ইঙ্গিতে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন নিজের মনের কথা। কিন্তু কোটসুরের বাসিন্দা ঝর্ণা মণ্ডলের এলাকার কতটা উন্নয়ন করবেন? তিনি না বলতে পারেন কথা, না শুনতে পান, এমনই দাবি।
তাহলে কি রাজনীতিবিদরা প্রকৃত অর্থেই বোবা-কালা হয়ে থাকবে। যার কোনও প্রতিশ্রুতিও নেই, প্রতিবাদও নেই। সেই ধারণাকে নস্যাৎ করে স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন স্বামী পূর্ণচন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘স্ত্রীকে এলাকার মানুষ চেনেন। আমি আছি তাঁর মুখপাত্র হয়ে। তাঁর হয়ে কাজ করব। সমাজে সে যখন বসবাস করে, নিজের কাজ নিজে করে, চলাফেরা করে তখন ঝর্ণা একেবারেই স্বাভাবিক। তাই ে ক্ষেত্রেও সে স্বাভাবিকভাবেই সব সামলে নেবে।’
Subhadip Pal