চন্দ্রকোনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাসকদলকে এক হাত নিয়ে শুভেন্দুর দাবি , 'এই সরকারের আমলে কয়লা, বালির সঙ্গে গরু পাচারও একটা বড় কেলেঙ্কারি ছিল। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এখন কার্যত গরু বর্ডার দিয়ে পাস করানো অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতীতে যে গরু পাচার হয়েছে তার সঙ্গে অনুব্রত মণ্ডল ছাড়াও শাসকদলের কলকাতা-সহ জেলার অনেক নেতাই। কেউ পার পাবে না। তবে শুধু নেতারাই নয়, ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন থানার ওসি, ইন্সপেক্টর, DIG, IG-দের একটা অংশও গোরু পাচারের সাথে জড়িত'।
advertisement
আরও পড়ুন: বর্ষায় জামাকাপড়ে হলদেটে দাগ? চিন্তা নেই, এভাবে কাচলেই সাদা জামা হবে উজ্জ্বল
গতকাল ব্যারাকপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এক সভামঞ্চ থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হলে আমরাও যোগী আদিত্যনাথ ও হেমন্ত বিশ্বশর্মার মতো রাষ্ট্র বিরোধী শক্তির ওপর বুলডোজার চালাব। পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়া, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভারত মাতার জয়জয়কার হবে। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে'। সোমবার চন্দ্রকোনায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বললেন, 'গুজরাতের মতো পশ্চিমবঙ্গেও আগামীদিনে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে গীতা'।
আরও পড়ুন: বর্ষায় ফাটা গোড়ালির সমস্যা? দুধের ক্রিম লাগালে ফল মিলবে হাতে-নাতে
তাঁর কথায়, 'গুজরাতে যেমন স্কুলের পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত হয়েছে, তেমনই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আমরাও গীতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করব।' এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দুর সংযোজন, 'স্বামীজি বলে গিয়েছেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হবে এবং অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। আমরা এতেই বিশ্বাসী'।