নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সাহেবডাঙ্গা এলাকায় মধ্যপাড়া এবং উত্তরপাড়ার আইসিডিএস সেন্টার ৬৬ এবং ৩৩৭ এর রান্না হচ্ছে একই জায়গায় খোলা আকাশের নিচে। দুটি আইসিডিএস সেন্টারের প্রায় শতাধিক শিশুর খাবার উন্মুক্তভাবেই রান্না হওয়ার কারণে উঠছে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন। এ বিষয়ে ৬৬ নম্বর আইসিডিএস সেন্টারের আইসিডিএস কর্মী সরস্বতী হালদার জানাচ্ছেন দীর্ঘ দেড় বছর আগে তিনি এই আইসিডিএস সেন্টারের দায়িত্ব পান একাধিকবার রান্নার জায়গা প্রসঙ্গে সংশ্লিষ্ট দফতর এবং প্রধানকে লিখিত ভাবে জানানো হলেও কোনরকম সদুত্তোর পাওয়া যায়নি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
আইসিডিএস সেন্টারের পড়াশোনার জন্য ঘর থাকলেও রান্নার ঘর নেই তাতে অসুবিধায় পড়তে হচ্ছে যথেষ্ট। এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও তাদের মিড ডে মিলের ঘর রয়েছে। তবে সেই প্রাইমারি স্কুলের পাশেই খোলা জায়গায় রান্না হচ্ছে দু দুটি আইসিডিএস সেন্টারের শিশুদের পুষ্টিকর খাবার। হরিপুর পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান তার কাছে লিখিত কোনও আবেদন আসেনি তবে সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি দায়িত্ব নিয়ে আগামী দু মাসের মধ্যে যাতে এই অসুবিধার সুরুহা করা যায় তার ব্যবস্থা নেবেন।
Mainak Debnath