সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য দামের নিশ্চয়তা, বাজারে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার রক্ষার বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী বিপ্লব মিত্র। তার কথায় উপভোক্তা বিষয়ক দফতরের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন, সঠিক দামে মানসম্মত জিনিস পান, এবং তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়।
আরও পড়ুন: ‘বাঁধ ভাঙলেই নিশ্চিহ্ন হবে গ্রাম’! আতঙ্কে অজয়ের ধারের এইসব গ্রামের বাসিন্দারা
advertisement
এই নতুন কার্যালয় চালু হওয়ার ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। আর কলকাতা বা অন্যত্র যেতে বাধ্য হবেন না। নিজেদের এলাকার মধ্যেই উপভোক্তা বিষয়ক অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন। মন্ত্রী এদিন বলেন, ‘এই কার্যালয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ক্রেতা আদালত তৈরির জন্য আগামী দিনে চিন্তা-ভাবনা করবে সরকার।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের মহকুমাস্তরে ফলতা, ডায়মন্ডহারবার ১ ও ২, মন্দিরবাজার, মথুরাপুর ১ ও ২, এবং কুলপি ব্লকের উপভোক্তারা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সহজেই সরকারি সহায়তার সুযোগ পাবেন। ফলে বিস্তীর্ণ এলাকার মানুষজন এবার তাদের ন্যায্য অধিকার পাবেন। এর ফলে দ্রুত সমস্ত সুযোগ সুবিধা মিলবে।