আরও পড়ুন: লালগোলায় মাদক মামলায় কড়া পদক্ষেপ! তিন কোটি টাকার ২০টি সম্পত্তি বাজেয়াপ্ত
২ দিন ব্যাপী ইণ্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ অ্যান্ড এক্সিবিশন শুরু হয়েছে বর্ধমানের উদয়পল্লী জোড়াবাঁধ এলাকায়। নেচার অব দ্য ক্যানভাসের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশ,রাজ্য ও জেলার শিল্পীরা। সেখানেই অংশ গ্রহণ করেন হাওড়ার ময়দানের বাসিন্দা চিত্রশিল্পী রঞ্জন কুর্মি। পা দিয়ে এঁকে চলেছেন, একের পরের ছবি। তার আঁকা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী, মুগ্ধ হয়ে দেখছেন তার কাজ। ছোট থেকেই ইচ্ছা ছিল তার চিত্রশিল্পী হওয়ার তাই কোন কঠিন পরিস্থিতিতেই হার মানেননি রঞ্জন বাবু। তিনি প্রমাণ করেছেন কোন বাধাই বাধা না যদি থাকে মনের জোর আর ইচ্ছা শক্তি।
advertisement
এলাকার বাসিন্দার মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, এই ধরনের উদ্যোগ এলাকায় প্রথম যেখানে শুধু বিভিন্ন জেলা বা রাজ্যের শিল্পীরা নয় বাইরে দেশ থেকেও এসেছেন শিল্পীরা। সামনাসামনি বিভিন্ন শিল্পীদের আঁকা দেখে একদিকে যেমন ছবি আঁকার প্রতি আরও আগ্রহী হবে ছোটরা তেমনই উৎসাহিত হবেন অভিভাবকরা। বিশেষ করে রঞ্জন বাবুকে দেখে অনুপ্রেরণা পাবে সকলে। থাইল্যান্ডের শিল্পী জিরায়ান ও শ্রীলংকা শিল্পী ঈশানী বলেন, তাদের খুবই ভাল লাগছে এই ওয়ার্কশপে এসে। শিল্প প্রকৃতির উপর নির্ভর করে তৈরি আর এই এক্সিবিশনে থিম প্রকৃতির উপর খুব ভালো অভিজ্ঞতা হয়েছে তাদের।
আয়োজক ও নেচার অব দ্য ক্যানভাসের শিল্পী রঙ্গজীব রায় বলেন,খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি এই কর্মশালায় হাজির হয়েছেন জেলা ও পার্শ্ববর্তী জেলার প্রায় ১৫০ জন শিল্পী।কেউ রংতুলি দিয়ে প্রকৃতির কোনেও একটি বিশেষ বিষয়কে ফুটিয়ে তুলছেন, আবার মাটি দিয়ে কেউ তৈরি করছেন বিভিন্ন শিল্পকর্ম। এই ওয়ার্কশপ ও এক্সিবিশনকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিন্ন রূপে সেজে উঠেছে এলাকা। এলাকায় যেন তৈরি হয়েছে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে আসছেন বহু মানুষ। আর রঞ্জন বাবুকে দেখে বিশেষ ভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হচ্ছেন সকলে।





