বহরমপুর গোরাবাজারের স্যান্টা ফোকিয়া ক্লাব। মুলত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ক্লাব হিসেবে পরিচিত। এবছর এই ক্লাব ৪৭তম বর্ষে পদার্পণ করেছে।
প্রত্যক বছর থিমের চমক দিয়ে থাকে অধীর চৌধুরীর এই ক্লাব। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছরের থিম তৈরি করা হয়েছে ‘মায়াজাল’।
আরও পড়ুন- কিরীটেশ্বরী মন্দিরে কালী আরাধনা, জেলার এই সতীপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
advertisement
লোহার ওপর বিভিন্ন ফাইবার ও কাপড় দিয়ে মন্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আছে চন্দননগরের বাহারি আলোকসজ্জা। শনিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে এই কালীপুজোর উদ্বোধন করেন লোকসভার সাংসদ অধীর চৌধুরী।
গত বছর হায়দরাবাদের এক মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল মন্ডপসজ্জা, আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে এবছর লাগাতার কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই কালীপুজোর আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে মন্ডপ প্রাঙ্গনে। সারা বছর রাজনীতি ও বিভিন্ন কর্মকান্ডে ব্যস্ত থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী।
আরও পড়ুন- ব্যাঁকা চোখে দেখবেন না, টিফিনের টাকা বাঁচিয়ে যা করে দেখাল ক্লাস ১১-র পড়ুয়ারা
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তবে রাজনীতির বাইরে থেকে নিজের ক্লাব হিসেবে পরিচিত স্যান্টা ফোকিয়া কালীপুজোতে মেতে থাকেন অধীর রঞ্জন চৌধুরী। মুলত তাঁরই উদ্যোগে এই পুজোর প্রতি বছর আয়োজন করা হয়।
কৌশিক অধিকারী