Kali Puja 2023: কিরীটেশ্বরী মন্দিরে কালী আরাধনা! জেলার এই সতীপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়

Last Updated:

Kali Puja 2023: মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী।

+
কিরীটেশ্বরী

কিরীটেশ্বরী মন্দির

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণা কালী রূপে পজিতা হন। কালীপুজোর দিন সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।কয়েক মাস আগে ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কীরিটেশ্বরী মন্দিরকে দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা দিয়েছে। ফলে নতুন এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই মন্দির চত্বর।
কালীপুজোর দিন সেজে উঠছে এই মুর্শিদাবাদ জেলার অন্যতম ৫১পীঠের সতীপীঠ। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরীটকণা। তাই কেউ বলেন এখনে সতীর মুকুটের কণা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল।
advertisement
advertisement
কিন্তু মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন, কিরীট কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। আর সেই করোটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরীটী। সেখান থেকে নামকরণ কিরীটেশ্বরী। ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী।
পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রায় ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে যোগেন্দ্রনারায়ণ রায়ের সময়ের যে তথ্য পাওয়া গেছে তাতে পুনঃ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়। তবে এই পর্যটক গ্রাম কে কেন্দ্রীয় সরকার বিবেচিত করার কারণে আগামী দিনে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: কিরীটেশ্বরী মন্দিরে কালী আরাধনা! জেলার এই সতীপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement