TRENDING:

Hooghly News: দুই জেলার সংযোগকারী সেতু ভেঙে গিয়েছে মাঝ বরাবর ! তার মধ্যেই চলছে ঝুঁকির যাতায়াত

Last Updated:

খানাকুলের ঠাকুরানিচকে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার সংযোগকারী কংক্রিটের সেতু মাঝ বরাবর বসে গিয়ে বন্ধ যাতায়াত। এর জেরে চরম দুর্ভোগে প্রায় ৩০-৪০টি গ্রামের মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: প্রাক বর্ষাতেই বিপর্যয় খানাকুলে। খানাকুলের ঠাকুরানিচকে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার সংযোগকারী কংক্রিটের সেতু মাঝ বরাবর বসে গিয়ে বন্ধ যাতায়াত। এর জেরে চরম দুর্ভোগে প্রায় ৩০-৪০টি গ্রামের মানুষ। দারকেশ্বর নদীর উপর সেতুর মাঝের অংশ নীচের দিকে বসে গিয়েছে। যে কোনও মুহূর্তে সেতু ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ।
advertisement

এই সেতুর একদিকে পূর্ব ঠাকুরানিচক গ্রাম, অপর পাড়ে কিছুটা গেলেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দৌলতচক গ্রাম। আশেপাশের বহু গ্রামের মানুষের খানাকুল হাসপাতাল, থানা, ব্লক অফিসে যাতায়াতের মূল ভরসা ছিল এই সেতু। সেতুর আশেপাশে ৭টি স্কুল, একাধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। বর্তমানে সেতুর দুদিকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে প্রশাসন। এরফলে বাইক থেকে চারচাকা সমস্ত গাড়ি যাতায়াত বন্ধ।

advertisement

আরও পড়ুন: উত্তরপাড়ায় রাতের রাস্তায় একা মহিলা পেলেই ঘটছিল ভয়ঙ্কর ঘটনা, ‘গুণধরকে’ নাগালে পেতেই জনগণ যা করল, সাংঘাতিক!

এরমধ্যেই ঝুঁকি নিয়ে রেলিং টপকে যাতায়াত করছেন মানুষজন। স্কুল পড়ুয়াদের যাতায়াতের মূল ভরসা ছিল এই সেতু। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বাজারের অধিকাংশ দোকানপাটও বন্ধ। এর জেরে রুটিরুজিতে টান পড়তে চলেছে এলাকার মানুষের।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। এটি সংস্কারের জন্য বারবার আবেদন করেও কাজ হয়নি। বর্ষায় প্রতিবার বন্যায় ভাসে খানাকুল। এবারও বন্যা হলে এই ব্রিজের আর অস্তিত্ব থাকবে না বলেই আশঙ্কা এলাকার মানুষের। তাঁরা চান দ্রুত এই ব্রিজের সংস্কার হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দুই জেলার সংযোগকারী সেতু ভেঙে গিয়েছে মাঝ বরাবর ! তার মধ্যেই চলছে ঝুঁকির যাতায়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল