এই সেতুর একদিকে পূর্ব ঠাকুরানিচক গ্রাম, অপর পাড়ে কিছুটা গেলেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দৌলতচক গ্রাম। আশেপাশের বহু গ্রামের মানুষের খানাকুল হাসপাতাল, থানা, ব্লক অফিসে যাতায়াতের মূল ভরসা ছিল এই সেতু। সেতুর আশেপাশে ৭টি স্কুল, একাধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। বর্তমানে সেতুর দুদিকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে প্রশাসন। এরফলে বাইক থেকে চারচাকা সমস্ত গাড়ি যাতায়াত বন্ধ।
advertisement
এরমধ্যেই ঝুঁকি নিয়ে রেলিং টপকে যাতায়াত করছেন মানুষজন। স্কুল পড়ুয়াদের যাতায়াতের মূল ভরসা ছিল এই সেতু। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বাজারের অধিকাংশ দোকানপাটও বন্ধ। এর জেরে রুটিরুজিতে টান পড়তে চলেছে এলাকার মানুষের।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। এটি সংস্কারের জন্য বারবার আবেদন করেও কাজ হয়নি। বর্ষায় প্রতিবার বন্যায় ভাসে খানাকুল। এবারও বন্যা হলে এই ব্রিজের আর অস্তিত্ব থাকবে না বলেই আশঙ্কা এলাকার মানুষের। তাঁরা চান দ্রুত এই ব্রিজের সংস্কার হোক।
রাহী হালদার