ছট পুজো উপলক্ষে ইতিমধ্যে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ছট ঘাটগুলির ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, বা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে কিনা, ইত্যাদি বিষয়গুলি নিয়ে তদারকি চালালেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এদিন আসানসোলের বিভিন্ন ছট ঘাটগুলিতে কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্তারা যান। ঘুরে দেখেন ছট ঘাটগুলির সমস্ত ব্যবস্থা ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা।
advertisement
আরও পড়ুন: যিনি শিক্ষিকা তিনিই আবার রাধুনী এখানে! এ কি হাল শিশু শিক্ষা কেন্দ্রের!
অন্যদিকে ছট পুজো উপলক্ষে বিভিন্ন জনপ্রতিনিধিদের মধ্যেও ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। আসানসোলের সমস্ত বড় ঘাটগুলিতে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখছেন পুরনিগমের বিভিন্ন কাউন্সিলররা। তাছাড়া ছট পুজোর প্রস্তুতি ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।
আরও পড়ুন: বাড়ির মাটিতেই এবার হবে পদ্ম চাষ, দিনে একাধিকবার রঙ বদল, দেবে প্রচুর মুনাফা
উল্লেখ্য, আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ সহ জেলা সব জায়গাতেই ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নামে। দামোদরের বিভিন্ন ঘাটগুলি ছাড়াও স্থানীয় ছোট, বড় জলাশয়গুলিতেও পুণ্যার্থীরা ভিড় করেন পুজোর জন্য। স্বাভাবিকভাবেই জল থেকে যাতে কোনও বিপদ না হয়, তার জন্য যেমন ব্যারিকেড থাকে, একইসঙ্গে ব্যবস্থা করা হয় আলোর, শৌচালয়ের। কালী পুজোর আগে থেকেই সেই সমস্ত সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে। আর শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন পুলিশকর্তা এবং প্রশাসনিক কর্তারা।
নয়ন ঘোষ