নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘আমি আজ এসেছি মা-মাটি-মানুষের নাম পুজো দিতে। আমি অনেক দিন ধরেই জানতাম। আমি বাই ইলেকশনে আসি না। নৈহাটির মানুষকে শুভেচ্ছা জানাই। ইলেকশনের সময় আসলে মিটিং করতে হত। মাঝে মধ্যে ফাঁকি দিতে হয়।’’
advertisement
নৈহাটি পা রেখে পাঁচ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দু – তিনটে কাজ হয়েছে। পাঁচ বছর আগে কি সন্ত্রাস হয়েছিল মনে আছে। দেখলাম ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। যে ঘর গুলো আমাদের দখল করে নিয়েছিল আমি নিজে রং করেছিলাম পার্টি অফিসে। আমি ২ ঘন্টা বসেছিলাম নিজে থেকে যাতে আপনারা সাহস পান। ভাট পাড়া, এই জায়গা গুলোতে শান্তি ফিরে আসে। আমি সেইদিন এইজন্য এসেছিলাম।’’
আরও পড়ুন: শীতে জল গরম করার জন্য গিজার না কি ইমারসন রড, কোনটা ভাল? কেনার আগে সুবিধা-অসুবিধা দেখে নিন
নৈহাটি এসে ফেরি ঘাট নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ‘‘ফেরি ঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে। আমি রাজ্যসভার এমপি লাড (লোকাল এরিয়া ডেভলপমেন্ট) থেকে ১০ লক্ষ টাকা দেব ঘাটের জন্য।’’