Winter Tips: রোঁয়া ওঠা, ঢিলে হওয়ার ভয় নেই, ঘষাঘষি ছাড়াই নিমেষে পরিষ্কার হবে শীতের পোশাক! ৫ উপায়ে সোয়েটারের জেদি দাগও মিনিটে গায়েব

Last Updated:
sweater Cleaning Tips: সুন্দর সোয়েটার পরতে সবাই ভালবাসে। কিন্তু মুশকিল হল সোয়েটার ধোয়া। বিশেষত সোয়েটারে কোনও কারণে দাগ লেগে গেলে তা ওঠানো আরও মুশকিল হয়ে যায়।
1/10
একটু একটু করে আরও বাড়ছে শীত। কয়েকদিনের মধ‍্যেই বঙ্গে জাঁকিয়ে বসবে হাড় কাঁপানো ঠান্ডা। শীত মানেই আলমারির থেকে বেরিয়ে আসে সারাবছর ধরে সাজিয়ে রাখা উলের জামাকাপড়, সোয়েটার।
একটু একটু করে আরও বাড়ছে শীত। কয়েকদিনের মধ‍্যেই বঙ্গে জাঁকিয়ে বসবে হাড় কাঁপানো ঠান্ডা। শীত মানেই আলমারির থেকে বেরিয়ে আসে সারাবছর ধরে সাজিয়ে রাখা উলের জামাকাপড়, সোয়েটার।
advertisement
2/10
সুন্দর সোয়েটার পরতে সবাই ভালবাসে। কিন্তু মুশকিল হল সোয়েটার ধোয়া। বিশেষত সোয়েটারে কোনও কারণে দাগ লেগে গেলে তা ওঠানো আরও মুশকিল হয়ে যায়।
সুন্দর সোয়েটার পরতে সবাই ভালবাসে। কিন্তু মুশকিল হল সোয়েটার ধোয়া। বিশেষত সোয়েটারে কোনও কারণে দাগ লেগে গেলে তা ওঠানো আরও মুশকিল হয়ে যায়।
advertisement
3/10
উলের তৈরি সোয়েটার বেশি ঘষাঘষি করতে গেলেই উঠবে রোঁয়া। ছিঁড়েও যেতে পারে সহজে। বারবার ঘষাঘষির ফলে ঢিলে হয়ে যায় অনেক সময়। রং চটে নষ্ট হওয়ার ভয়ও রয়েছে। আবার শীতের যেকোনও পোশাকই হয় মোটা ধরণের। ফলে মোটা শীতের পোশাককে বেশি কাচাকাচি করতে যাওয়াও মহা ঝক্কির।
উলের তৈরি সোয়েটার বেশি ঘষাঘষি করতে গেলেই উঠবে রোঁয়া। ছিঁড়েও যেতে পারে সহজে। বারবার ঘষাঘষির ফলে ঢিলে হয়ে যায় অনেক সময়। রং চটে নষ্ট হওয়ার ভয়ও রয়েছে। আবার শীতের যেকোনও পোশাকই হয় মোটা ধরণের। ফলে মোটা শীতের পোশাককে বেশি কাচাকাচি করতে যাওয়াও মহা ঝক্কির।
advertisement
4/10
তাই সাধারণ জামাকাপড় যতটা সহজে ধোয়া যায়, সাধারণ জামাকাপড়ে দাগ যত সহজে তোলা যায়, শীতের পোশাকের ক্ষেত্রে তা আরও কঠিন হয়ে ওঠে।
তাই সাধারণ জামাকাপড় যতটা সহজে ধোয়া যায়, সাধারণ জামাকাপড়ে দাগ যত সহজে তোলা যায়, শীতের পোশাকের ক্ষেত্রে তা আরও কঠিন হয়ে ওঠে।
advertisement
5/10
তবে কয়েকটা খুব সহজ উপায় মেনে ধুলেই নিমেষে উঠে যাবে সোয়েটারের দাগ। কোনও ক্ষতি হবে না সোয়েটারের। ঢিলে হবে না জামাকাপড়। রংও ঠিকঠাক থাকবে।
তবে কয়েকটা খুব সহজ উপায় মেনে ধুলেই নিমেষে উঠে যাবে সোয়েটারের দাগ। কোনও ক্ষতি হবে না সোয়েটারের। ঢিলে হবে না জামাকাপড়। রংও ঠিকঠাক থাকবে।
advertisement
6/10
যখনই দাগ পড়বে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। দাগ বেশিক্ষণ থেকে গেলেই তোলা মুশকিল হতে পারে। তাই যে জায়গায় খাবার বা কোনও কিছু পড়ে দাগ হয়েছে, সেখানে জল দিয়ে তখনই ধুয়ে ফেলুন।
যখনই দাগ পড়বে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। দাগ বেশিক্ষণ থেকে গেলেই তোলা মুশকিল হতে পারে। তাই যে জায়গায় খাবার বা কোনও কিছু পড়ে দাগ হয়েছে, সেখানে জল দিয়ে তখনই ধুয়ে ফেলুন।
advertisement
7/10
উলের পোশাক খুবই সুক্ষ্ম হয়। তাই সোয়েটার ধোয়ার সময় ডিটারজেন্ট নিয়ে সতর্ক থাকুন। হালকা ধরণের ডিজারজেন্ট দিয়ে ধোয়া উচিত। জেদি দাগ তোলার জন‍্য সাধারণ জল নয়, হালকা গরম জল ব‍্যবহার করুন। উষ্ণ গরম জলে দাগ লাগা পোশাক ডুবিয়ে রাখুন। অনেক সময় গরম জলে ডুবিয়ে রাখার কিছুক্ষণ পরে আপনা থেকেই গায়েব হয়ে যায় দাগ।
উলের পোশাক খুবই সুক্ষ্ম হয়। তাই সোয়েটার ধোয়ার সময় ডিটারজেন্ট নিয়ে সতর্ক থাকুন। হালকা ধরণের ডিজারজেন্ট দিয়ে ধোয়া উচিত। জেদি দাগ তোলার জন‍্য সাধারণ জল নয়, হালকা গরম জল ব‍্যবহার করুন। উষ্ণ গরম জলে দাগ লাগা পোশাক ডুবিয়ে রাখুন। অনেক সময় গরম জলে ডুবিয়ে রাখার কিছুক্ষণ পরে আপনা থেকেই গায়েব হয়ে যায় দাগ।
advertisement
8/10
সোয়েটারে দাগ লাগলেই অত‍্যন্ত কার্যকরী ভিনিগার। এটি প্রাকৃতিকভাবে পরিষ্কার করে সোয়েটার। উলের কাপড়ে তেলের দাগ লাগলে সাদা ভিনিগার এবং জলের মিশ্রণ তৈরি করুন। এক কাপ জলে এক চা চামচ সাদা ভিনেগার মেশান, তারপর এই মিশ্রণটি দিয়ে দাগযুক্ত জায়গায় আলতো করে লাগান। একটু পরেই গায়েব হবে সোয়েটারের দাগ।
সোয়েটারে দাগ লাগলেই অত‍্যন্ত কার্যকরী ভিনিগার। এটি প্রাকৃতিকভাবে পরিষ্কার করে সোয়েটার। উলের কাপড়ে তেলের দাগ লাগলে সাদা ভিনিগার এবং জলের মিশ্রণ তৈরি করুন। এক কাপ জলে এক চা চামচ সাদা ভিনেগার মেশান, তারপর এই মিশ্রণটি দিয়ে দাগযুক্ত জায়গায় আলতো করে লাগান। একটু পরেই গায়েব হবে সোয়েটারের দাগ।
advertisement
9/10
বেকিং সোডাতেই দুর্দান্ত দূর হয় দাগ। এক কাপ জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন এবং তারপর আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। বেকিং সোডা শুধু দাগই দূর করে না কাপড়ের সতেজতাও বজায় রাখে।
বেকিং সোডাতেই দুর্দান্ত দূর হয় দাগ। এক কাপ জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন এবং তারপর আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। বেকিং সোডা শুধু দাগই দূর করে না কাপড়ের সতেজতাও বজায় রাখে।
advertisement
10/10
তবে অতিরিক্ত গরম জল কিন্ত উলের পোশাক মোটেই ভাল নয়। তাই চেষ্টা বেশিরভাগ উলের সোয়েটার ঠান্ডা জলে ধোয়ার চেষ্টা করুন। গরম জলের কারণে উলের কাপড় সঙ্কুচিত হতে পারে। ধোয়ার পর সরাসরি সূর্যের আলোতে শুকোতে দেওয়া উচিত নয় উলের সোয়েটার। হাওয়াতে শুকনো করতে দেওয়া উচিত।
তবে অতিরিক্ত গরম জল কিন্ত উলের পোশাক মোটেই ভাল নয়। তাই চেষ্টা বেশিরভাগ উলের সোয়েটার ঠান্ডা জলে ধোয়ার চেষ্টা করুন। গরম জলের কারণে উলের কাপড় সঙ্কুচিত হতে পারে। ধোয়ার পর সরাসরি সূর্যের আলোতে শুকোতে দেওয়া উচিত নয় উলের সোয়েটার। হাওয়াতে শুকনো করতে দেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement