TRENDING:

Kamarpukur: বদলে যাবে কামারপুকুরের চেহারা! গেরুয়া বসনে যা করছেন মহারাজরা, পুরোটা জানলে স্যালুট জানাবেন

Last Updated:

কামারপুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়লেন মহারাজ থেকে বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। সেখানেই দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা আসেন। তাই ঠাকুরের জন্মস্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বচ্ছ কামারপুকুর গড়ার লক্ষ্য নিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ সহ এলাকার স্থানীয় মানুষরা। সকাল থেকেই ঝাঁটা হাতে শহরের সাফ সাফাই করতে দেখা যায় সকলকে। গেরুয়া বসনে শহরের সাফ সাফাই করতে মহারাজদের দেখে এগিয়ে আসেন এলাকার আরও মানুষ।
advertisement

এদিন প্রথমে রামকৃষ্ণ মঠ থেকে এই স্বচ্ছতা অভিযান শুরু হয়। ধীরে ধীরে লাহাবাজার, ডাকবাংলো মোড়, হাটতলা সহ গোটা কামারপুকুর জুড়ে পরিচ্ছন্নতা অভিযান করেন। মঠের সন্ন্যাসীদের পাশাপাশি ক্লাবের সদস্য, স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা থেকে মঠে আসা পুণ্যার্থীরাও এই অভিযানে শামিল হন।

আরও পড়ুন: জলের দরে বিকোচ্ছে হিমসাগর, গোলাপখাস! চাষিদের চিন্তা বাড়লেও দাম শুনে আহ্লাদে আটখানা ক্রেতারা

advertisement

মঠের সন্ন্যাসীরা বলেন, “কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান। এই গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসেবে গোটা দেশের কাছে তুলে ধরতে চান। এদিন এলাকার মোড়ে মোড়ে মাইকিং করে মঠের সন্ন্যাসীরা সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জনের বার্তা দেন। সকাল থেকে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই স্বচ্ছতা অভিযান।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

কামারপুকুর শহরকে প্লাস্টিক মুক্ত ও স্বচ্ছ পরিষ্কার শহর গড়তে বদ্ধপরিকর রামকৃষ্ণ মিশনের মহারাজরা। স্থানীয় মানুষদের সহযোগিতায় সেই কাজ এগোচ্ছে অতি দ্রুততার সঙ্গে। তারা আশাবাদী বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আসবেন তারা ঠাকুরের জন্মস্থানকে দেখে যেন বলে ওঠেন ছোট জায়গা হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kamarpukur: বদলে যাবে কামারপুকুরের চেহারা! গেরুয়া বসনে যা করছেন মহারাজরা, পুরোটা জানলে স্যালুট জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল