Mango Price: জলের দরে বিকোচ্ছে হিমসাগর, গোলাপখাস! চাষিদের চিন্তা বাড়লেও দাম শুনে আহ্লাদে আটখানা ক্রেতারা

Last Updated:

এই বছর হিমসাগর, গোলাপখাসের আমের দাম একেবারে সস্তা

+
আম

আম

হুগলি: উৎপাদন কম হলেও দাম নেই হুগলির আমের বাজারে। তার উপরে ভিন রাজ্যে আম রফতানি করে অন্যান্য বছর লাভবান হতেন আম চাষিরা। এই বছর উত্তরপ্রদেশ, বিহারের লোকাল আমের দাম কম থাকায় ভিন্ন রাজ্যের রফতানি হচ্ছে না হুগলির পাকা আম! যার ফলে দুশ্চিন্তায় পড়েছেন আমের ব্যবসায়ী থেকে আম চাষিরা। একদিকে উৎপাদন কম অন্যদিকে বাজারে দামও কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা।
হুগলি জেলায় ব্যান্ডেল, রাজহাট, চন্দননগর, মানকুন্ডু ও বলাগড় জুড়ে আম উৎপাদন হয়। হুগলির হিমসাগরের জনপ্রিয়তা অনেক বেশি। খেতে যেমন সুস্বাদু দেখতেও সুন্দর। এছাড়াও সরি, ল্যাংড়া, গোলাপখাস ও মোহন ভোগের রঙ বাহারি আমের বাজার রয়েছে এখানে। এই আমের এই রাজ্যেই নয় ভিন্ন রাজ্য ও বিদেশেও পাড়ি দেয়। মূলত পোলবার গোটু ও বলাগড়ের বাজার থেকে কয়েকশো টন আম রফতানি হয়। মালদার আমের আগে হুগলির আম উৎপাদন হওয়ার কারণে কলকাতার বাজারে চাহিদা থাকে প্রতি বছর। কিন্তু এবছর ফলনের তুলনায় আমের দাম কম রয়েছে বলে দাবি চাষি ও ব্যবসায়ীদের। বিশেষ করে ভিন্ন রাজ্যে ও চাহিদা কম রয়েছে এবছর।
advertisement
advertisement
হুগলি জেলায় পোলবার সুগন্ধা বাজারে, গোটু পাইকারি বাজারে হিমসাগর ২৫ টাকা, চ্যাটার্জি ২০ টাকা, সরি ২৫, ল্যাংড়া ৩২ থেকে ৩৫ টাকা, আঁটির আম ১৫ টাকা থেকে ২০ টাকার মধ্যে। গোলাপ খাস ৫০ টাকা। শেওড়াফুলি নিয়ন্ত্রিত পাইকারি বাজারে ২০ টাকা থেকে ৪০ টাকার মধ্যেই বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। এছাড়াও সিঙ্গুর ও বলাগড় বাজারে প্রায় একই দামে আম বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে এই আমের দাম ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বর্তমানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজাহাটের এক চাষি বিদ্যুৎ কুমার ঘোষ বলেন, “এ বছর যেভাবে উৎপাদন হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। বর্তমানে পাইকারি ১০ টাকা করে কেজি কাঁচা আম এবং ২০ টাকায় পাকা আম বিক্রি হচ্ছে। এখানে সরকারি কোন সাহায্য পাওয়া যায় না। চাষিদের মার খাওয়া ছাড়া কোন উপায় নেই। এবার বাইরের রাজ্যে আমের চাহিদা খুবই কম, স্থানীয় মার্কেটে ও চাহিদা নেই। আমের দাম কম হওয়ায় অর্থনীতির ওপর প্রভাব পড়েছে এখানের। সরকারি তরফেও আমাদের সাহায্যের প্রয়োজন।”
advertisement
অন্যদিকে চাষি অসিত ঘোষ বলেন, যে পরিমাণের কম ফলন হয়েছে সেই তুলনায় দাম নেই আমের। হুগলি জেলায় পোলবা, চন্দননগর ও ব্যান্ডেল সহ ফলন কম হলেও জিরাট ও নদীয়ার শান্তিপুরের এলাকায় ফলন হয়েছে। এখানে দাম কম থাকায় ভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা ওখানেই ভিড় জমাচ্ছেন। পোলবা, চন্দননগর আমের কোয়ালিটি ভাল হলেও অন্যান্য জায়গায় দাম কম। তাই বিক্রি হচ্ছে না।
advertisement
উত্তরপ্রদেশ, বিহার ট্রাকে করে নিয়ে যান বহু ব্যবসায়ী। চাহিদা কম থাকায় ভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা আসছে না এখানে। বিহারের গয়ার এক ব্যবসায়ী মহম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “এবছর আমের চাহিদা অনেকটাই কম বিহারে। পিকআপ ভ্যান থেকে বড় ট্রাকের আম নিয়ে যাই। এক এক বারে ৫০০ ক্রেট আম নিয়ে যাওয়া হয়। এখান থেকে বিহারে সরি ও চ্যাটার্জি এই জাতের আম বিক্রি হয়। ওখানে আমদানি বেশি থাকলেও বিক্রি নেই বিহারের। ভাগলপুর ,পাটনার লোকাল আম বিক্রি হচ্ছে। সেই কারণে বাংলার আম বিক্রি নেই বিহারে।”
advertisement
স্থানীয় এক ব্যবসাদার তাপস পাল জানান, “বর্তমানে হিমসাগর, সরি সহ আমের বাজার মোটামুটি ঠিকই রয়েছে। এ বছরে উত্তরপ্রদেশের বাজারে আম ওঠার ফলে চাহিদা কম রয়েছে। হুগলি বাজারে ব্যবসায়ীরা সেভাবে আসছে না। এই আম ইউপি, বিহার ও দক্ষিণ ভারতের বেশকিছু রাজ্যে পাঠানো হচ্ছে। আমাদের গোটু বাজার থেকেই ভিন রাজ্যে ও আমাদের রাজ্য মিলিয়ে ৫০ টন আম বাইরে যাচ্ছে।”
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Price: জলের দরে বিকোচ্ছে হিমসাগর, গোলাপখাস! চাষিদের চিন্তা বাড়লেও দাম শুনে আহ্লাদে আটখানা ক্রেতারা
Next Article
advertisement
Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
  • মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি৷

  • সাড়ে তিন কোটির সম্পত্তি অ্যাটাচ করল

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ৷

VIEW MORE
advertisement
advertisement