Operation Sindoor: অপারেশন সিঁদুরে ঘুম উড়েছে পাকিস্তানের, এদিকে ৬৩ বছর বয়সী বৃদ্ধ যা করলেন, শুনলে স্যালুট জানাবেন

Last Updated:

ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে সাইকেল যাত্রা ৬৩ বছর বয়সী বৃদ্ধের

+
সাইকেলে

সাইকেলে বছর ৬৩-র বৃদ্ধ নরেশ কুমার গুপ্ত

হুগলি: অপারেশন সিঁদুরের কি প্রভাব এবং কেন এই অপারেশন সিঁদুর হয়েছে সেই নিয়ে ভারতের এক প্রতিনিধি দল ইতিমধ্যেই বিদেশ পাড়ি দিয়েছে। এরই মধ্যে সমস্ত ভারতীয় সেনা ও যেভাবে পরাক্রমের সঙ্গে ভারত যুদ্ধ জয় করেছে সেই কথাকে মাথায় রেখে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে অপারেশন সিঁদুরের পোস্টার কাটআউট নিজের গায়ে লাগিয়ে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছেন বছর ৬৩ বৃদ্ধ নরেশ কুমার গুপ্ত।
পাক রেঞ্জার্সদের হাতে বন্দি থাকার পর গতকাল রাতে নিজের বাড়ি ফিরেছেন পূর্ণাম কুমার সাউ। শত্রু দেশ থেকে অক্ষতভাবে বাড়ি ফেরায় তাকেও সম্মান জানাতে নিজের সাইকেল চালিয়ে কলকাতা মানিকতলা থেকে হুগলির রিষড়ার বাড়িতে আসেন নরেশ বাবু। পরনে তার তিরঙ্গায় সাজানো জামা। শরীরে অপারেশন সিঁদুরের কাটআউট লাগানো। মাথায় টুপির মধ্যে লেখা অপারেশন সিঁদুর, মাথার ওপরে তিরঙ্গা। এভাবেই মাইলের পর মাইল সাইকেল চালিয়ে তিনি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন ভারতীয় সেনাদের। পূর্নাম বাড়ি ফেরায় তাকে গিয়েও শ্রদ্ধা জানিয়ে আসেন এই বৃদ্ধ।
advertisement
advertisement
এই বিষয়ে নরেশ কুমার গুপ্ত জানান, “যেভাবে অপারেশন সিঁদুর হয়েছে তাতে করে ভারতীয় সেনারা এক দৃষ্টান্ত তৈরি করেছে। সমস্ত ভারতীয় সেনা যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য রাত্রিবেলা নিশ্চিন্তে আমরা বাড়িতে ঘুমাতে পারছি তাদের শ্রদ্ধা জানাতেই তার এই বিশেষ উদ্যোগ।” শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা পেরিয়ে আরও দুই রাজ্যে সাইকেল নিয়ে যাত্রা করেছেন তিনি। এখন তিনি রিষড়ায় এসেছেন পুর্নমের সঙ্গে দেখা করবেন এবং তাকে তার সাহসিকতার জন্য স্যালুট জানাবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলকাতার মানিকতলার বাসিন্দা তিনি। মানিকতলা থেকে সোজা সাইকেল চালিয়ে তিনি হুগলিতে এসেছেন। আবারও ওইখান থেকে সাইকেল নিয়ে ফিরবেন মানিকতলায়। যাতায়াতের রাস্তা প্রায় আড়াই থেকে তিন ঘন্টার। তবে কুছ পরোয়া নেহি যে সমস্ত মানুষরা দেশ সেবায় নিজের জান দিয়ে দিচ্ছে তাদের জন্য মাইলে পর মাইল সাইকেল চালাতে পেরে আনন্দিত বছর ৬৩ বৃদ্ধ নরেশ কুমার সাউ।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor: অপারেশন সিঁদুরে ঘুম উড়েছে পাকিস্তানের, এদিকে ৬৩ বছর বয়সী বৃদ্ধ যা করলেন, শুনলে স্যালুট জানাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement