গত ২ দিন ধরে এই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেই ভিডিও দেখে শিউরে উঠছেন। ট্রাফিক নিয়ম ভাঙায় এক ব্যক্তির গাড়ির চাবি খুলে নিতে চেয়েছিল সিভিক ভলেন্টিয়ার। চাবি খুলতে হাত বাড়াতেই গাড়ি স্টার্ট দেন চালক। তার পর গাড়ির জানালায় ঝুলতে থাকে সিভিক ভলেন্টিয়ার।
আরও পড়ুন- তলিয়ে গেল বাঁশের সেতু! বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, আতঙ্ক এলাকায়
advertisement
তীব্র গতিতে গাড়ি ছুটছে। এদিকে সিভিক ভলেন্টিয়ার বাঁচার জন্য কাকুতি-মিনতি করছেন। গাড়ি চালক ও তাঁর সঙ্গী নানাভাবে ভর্ৎসনা করছেন সিভিক ভলেন্টিয়ারকে। তাঁদের কথায় স্পষ্ট, সিভিক ভলেন্টিয়ার টাকা চাওয়ায় ও চাবি খুলে নিতে গেলে তাঁরা তাঁকে শাস্তি দিচ্ছেন।
কোথায় হয়েছে এমন ঘটনা! গত ২ দিন ধরে অনেকেই জানতে চেয়েছেন উত্তর। কেউ বলেছেন, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। সিভিক ভলেন্টিয়ার ভুল করে থাকলে তাঁর শাস্তি হবে আইনমাফিক। তাঁকে এভাবে গাড়িতে ঝুলিয়ে টেনে নিয়ে যাওয়া অন্যায়।
কেউ আবার সিভিক ভলেন্টিয়ারদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেছেন, সিভিক ভলেন্টিয়াররা বহু মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। ফলে এমন শাস্তি নাকি উপযুক্ত।
খোঁজ করে শেষ পর্যন্ত জানা গেল আসল ঘটনা। আসলে পুরো ব্যাপারটাই নাটক। কমেডি পেজের কনটেন্ট। কনটেন্ট ক্রিয়েশন এখন অনেকের পেশা ও নেশা। যার যত ভাল স্ক্রিপ্ট, তত বেশি আয়। কমেডি প্রসেসিং ইউনিট নামের একটি পেজ থেকে ওই ভিডিও পোস্ট করা হয়েছিল।
আরও পড়ুন- বায়ুদূষণ কমাতে নতুন হাতিয়ার! বায়ুকে পরিশ্রুত করার যন্ত্র নজর কেড়েছে সকলের
সাধারণত প্র্যাঙ্ক ভিডিয়ো ওই পেজ। তবে একটু আলাদা কিছু করতে চেয়েছিল তারা। সিভিক ভলেন্টিয়ারের শাস্তি নিয়ে এমন মশকরা কিন্তু পেজের অ্যাডমিনদের বিপদ বাড়িয়ে দিল। পেজ থেকে ওই ভিডিও ডিলিট করা হয়েছে। চাওয়া হয়েছে ক্ষমা। তবে এই ভিডিও এখন ভাইরাল। প্রচুর শেয়ার ও লাইক হয়েছে।
ভিডিয়োর বিশেষ অংশ কেটে শেয়ার করছেন। সেগুলিও ভাইরাল হচ্ছে। ফলে পেজ-এর এমন কাণ্ড অ্যাডমিনদের আইনি জটিলতার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
