TRENDING:

Chinese Manja : উৎসবের মাঝেই অঘটন! আবার 'ভিলেন' হয়ে উঠল চিনা মাঞ্জা, ঘুড়ির সুতোর খেলায় র*ক্তা*ক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে

Last Updated:

Chinese Manja : ঘুড়ি কাড়ল প্রাণ। বাইকে করে যাওয়ার সময় চিনা সুতোর মাঞ্জায় গলা কেটে মৃত্যু হয়েছে প্রাক্তন জওয়ানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:  বিশ্বকর্মা পুজোয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে অঘটন! আকাশে তখনও উড়ছে ঘুড়ি। আর সেই ঘুড়ি প্রাণ কাড়ল সেনা জওয়ানের। বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন নিজের কাজে। কিন্তু পথে চিনা সুতোর মাঞ্জায় গলা কেটে মৃত্যু হয়েছে ওই প্রাক্তন জওয়ানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই।
মৃত প্রাক্তন সেনা কর্মী
মৃত প্রাক্তন সেনা কর্মী
advertisement

মৃত বছর ৫৫-র ব্যক্তির নাম গৌতম ঘোষ। জানা গিয়েছে, তিনি ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। আর তখনই খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাইকে যাওয়ার সময়, চিনা ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় গলা কেটে যায় তাঁর।

আরও পড়ুন : মসলিন তৈরির গোপন রহস্য! মহিলাদের কোমল হাতে তৈরি হয় সূক্ষ্মতম সুতো

advertisement

মুহূর্তেই গলা কেটে রক্তক্ষরণ হতে থাকে ওই প্রাক্তন সেনা কর্মীর। এমন পরিস্থিতি দেখে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় ওই প্রাক্তন সেনা জওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বন্দিপুর হাসপাতালে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। আর এমন ঘটনা দেখে অবাক সকলে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

প্রসঙ্গত, অবসরের পর, নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন গৌতম বাবু। পরিবার ও স্থানীয় সত্রে তেমনটাই  জানা গিয়েছে। যদিও চিনা মাঞ্জার সুতোতে আগেও বহু মানুষের প্রাণ গিয়েছে। প্রশাসনের তরফ থেকে এই সুতো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সহ সচেতনতা প্রচার করা হয়েছে। কিন্তু তাতেও যে হুঁশ ফেরেনি, এদিনের ঘটনা সেটা আবার প্রমাণ করে দিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinese Manja : উৎসবের মাঝেই অঘটন! আবার 'ভিলেন' হয়ে উঠল চিনা মাঞ্জা, ঘুড়ির সুতোর খেলায় র*ক্তা*ক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল