TRENDING:

Hooghly News: সিঙ্গুরের লঙ্কার রফতানি হচ্ছে জাপানে! জেলার কৃষকদের মুখে ফুটছে হাসি

Last Updated:

ভারতের লঙ্কা এক্সপোর্ট হচ্ছে জাপানে। এতেই লাভের মুখ দেখবে হুগলির কৃষকরা। জাপান মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা এক্সপোর্ট করছিল।কিন্তু বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাহী হালদার , হুগলি: ভারতের লঙ্কা এক্সপোর্ট হচ্ছে জাপানে। এতেই লাভের মুখ দেখবে হুগলির কৃষকরা। জাপান মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা এক্সপোর্ট করছিল।কিন্তু বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা। ২০১৯সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত মিত্র জাপানি এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তারা রাজ্যের সবজি ও ফল প্রসেসিং ইউনিট তৈরির পরিকল্পনা নেয়। সিঙ্গুর তাপসী মালিক কৃষক বাজারে একটি ছোট ইউনিট তৈরি করা হয়। সেই অনুযায়ী ঐ জাপানি সংস্থা রাসায়নিক ও কীটনাশক বিহীন চাষ করান চুক্তি ভিত্তিক কৃষকদের দিয়ে। বর্তমানে কলকাতা সহ বেশ কিছু শপিং মলে তাদের প্রসেসিং সবজি ও ফল বাজারজাত করা হয়।
advertisement

আরও পড়ুন: ভারত-পাক সংঘাতের আবহে বন্ধ হয়েছে রফতানি! সমস্যায় পূর্ব বর্ধমানের লিচু চাষিরা

এবার ঐ সংস্থা জাপানের মার্কেট অনুযায়ী কাঁচা লাল লঙ্কা (কাঁচা অথচ লাল রঙের)সাপ্লাইয়ের পরিকল্পনা নিয়েছে। পাইলট প্রজেক্ট হিসাবে হুগলির হরিপালে আট ধরনের প্রজাতির লঙ্কা চাষ করা হচ্ছে।যা প্রসেসিং করা হবে সিঙ্গুর থেকেই।ইতিমধ্যেই ১৬০ কিলো লাল লঙ্কা জাপানে পাঠানো হয়েছিল। আপাতত ২ প্রজাতির লঙ্কা সিলেক্ট হয়েছে।আগামীদিনে আরও লঙ্কা পাঠানো হবে। জাপানি রেস্তোরাঁগুলিতে সুপ ও বিভিন্ন খাবারে লাল রঙের কাঁচা লঙ্কার চাহিদা রয়েছে।সেই অনুযায়ী সিঙ্গুর হরিপাল সহ বিভিন্ন জায়গায় উৎপাদন বাড়ানো যায় তাহলে চাহিদা মেটানো সম্ভব।রাজ্যের কৃষকরা এগিয়ে লাভবান হবে কৃষকরা।এছাড়াও শিলিগুড়িতে সুইট পটেটো (রাঙা আলু)ইউনিট করার পরিকল্পনা করছে এই সংস্থা।

advertisement

আরও পড়ুন: হোটেলে ঢুকতেই পর্দাফাঁস, হচ্ছেটা কী? বর্ধমানে গ্রেফতার ইরানের বাসিন্দা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর মাধ্যমে ক্যান্ডি করবে জাপান।এছাড়াও নদিয়াতে একটি সবজির প্রেসেসিং ইউনিট করা হয়েছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন মুখ্যমন্ত্রী সব সময় চেয়ে এসেছেন কৃষকরা ফসলের ন্যায্য দাম পাক।সিঙ্গুরে কৃষাণ বাজারে রাজ্য ও জাপানি সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই জৈব পদ্ধতিতে কৃষকদের চাষ করাছে।আগামীদিনে লঙ্কা বিদেশে বাজার করবে।এছাড়াও মিশন নির্মল বাংলার মাধ্যমে কৃষকদের হাতে জৈব সার তুলে দিছি।যাতে কৃষকরা আরও লাভবান হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সিঙ্গুরের লঙ্কার রফতানি হচ্ছে জাপানে! জেলার কৃষকদের মুখে ফুটছে হাসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল