তলিয়ে যাওয়া দুই শিশু মধ্য চাচন্ড এলাকার বাসিন্দা বলেই স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাস্থলে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ। নৌকায় চলে তল্লাশি অভিযান। দেহ উদ্ধারের জন্য স্পিড বোটেও তল্লাশি চলে। দুর্ঘটনায় নিখোঁজ দুই শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুর এই পরিণতিতে নদী পাড়ের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: ৩ লাখ টাকা লস! আমের ফলন দেখেই মাথায় হাত এই এলাকার আমচাষিদের
advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া দুই শিশুর নাম আরিফ সেখ (১২)। মোস্তাকিম সেখ (১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানার মধ্য চাচন্ড গ্রামে বলে জানা যায়। এখনও পর্যন্ত শিশু দুটিকে খুঁজে পাওয়া যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নিখোঁজ শিশুদের খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবার সূত্রে জানা গিয়েছে, আরিফ সেখ ও মোস্তাকিম সেখ হঠাৎই ঠিক করে স্নান করতে যাবে ভাগীরথী নদীতে। আর নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে হঠাৎই তলিয়ে যায়। স্হানীয় বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করে ।কিন্তু ভাগীরথী নদীতে গভীরতা বেশি থাকায় তলিয়ে যায় দুই শিশু। যার কারণে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ডুবুরিকে খবর দেওয়া হয়েছে তল্লাশি চালানোর জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জের চাচন্ড গ্রামের দুই শিশু ভাগীরথী নদীতে তলিয়ে গিয়েছে। নিখোঁজের তল্লাশি চলছে।
কৌশিক অধিকারী






