Indian Railways: তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা, শনিবার কল্যাণী-লালগোলা সেকশনে বাড়তি ট্রেনের সুবিধা, যাত্রীরা জানুন সময়সূচি
- Published by:Raima Chakraborty
Last Updated:
Indian Railways: শনিবার নরেন্দ্র মোদির সভা রয়েছে নদিয়ার তাহেরপুরে। কল্যাণী-লালগোলা লাইনে ট্রেনের সময়সূচি জানুন।
কলকাতা: পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ২০.১২.২০২৫ তারিখে সম্ভাব্য যাত্রীদের ভিড় সামলাতে ট্রেন পরিষেবা বাড়াচ্ছে। কল্যাণী – লালগোলা বিভাগে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামলানোর জন্য, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ২০.১২.২০২৫ তারিখে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছে:
*২০.১২.২০২৫ তারিখে অতিরিক্ত ইএমইউ পরিষেবা:*
• লালগোলা – রানাঘাট ইএমইউ স্পেশাল ট্রেনটি লালগোলা থেকে সকাল ০৬:৩০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে সকাল ০৯:২৫ মিনিটে।
advertisement
• কল্যাণী – কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল ট্রেনটি কল্যাণী থেকে সকাল ০৭:৪০ মিনিট এবং ০৮:০৪ মিনিটে ছেড়ে যথাক্রমে সকাল ০৮:৩৬ মিনিট এবং ০৯:০০ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: ২৩৩৮ স্কুল আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তরে, প্রাথমিকের আওতায় আনা হল পঞ্চম শ্রেণিকে! জানুন
*মেল/এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ (যাত্রা শুরু ২০.১২.২০২৫):*
• ১৩১০৪ লালগোলা – শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস এবং ১৩১১৮ লালগোলা – কলকাতা ধান্য ধান্য এক্সপ্রেস ট্রেনটি বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।
• ১৩১১৩ কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি কল্যাণী, চাকদহ, বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।
advertisement
এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০.১২.২০২৫ তারিখে ৩১৭৭৬ কৃষ্ণপুর – কাসিমবাজার ইএমইউ লোকাল ট্রেনটির উৎস ও গন্তব্য পরিবর্তন করে সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে এবং ট্রেনটি লালগোলা থেকে সকাল ০৬:১২ মিনিটে ছেড়ে কালিনারায়ণপুর পৌঁছাবে সকাল ০৮:৫৫ মিনিটে। ২০.১২.২০২৫ তারিখে ট্রেনটি পথের সমস্ত স্টেশনে থামবে।
আরও পড়ুন: শীতের আমেজে সামান্য টান, উইকেন্ডে ফুরফুরে হাওয়া উধাও! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানুন ওয়েদার আপডেট
তাছাড়া, ২০.১২.২০২৫ তারিখে দুপুর ১২:০০টা থেকে সন্ধ্যা ১৮:০০টা পর্যন্ত রানাঘাট এবং লালগোলার মধ্যে উভয় দিকের সমস্ত ইএমইউ এবং মেমু ট্রেনগুলি পথের সমস্ত স্টেশনে থামবে। শনিবার নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় যোগ দিতে বিভিন্ন দিক থেকে রাজনৈতিক কর্মীরা আসবেন। ফলে শনিবার শিয়ালদহ-লালগোলা সেকশনে সকাল ও দুপুরের দিকে যাত্রী পরিষেবার চাপ বাড়বে। তাই এই অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।
advertisement
যদিও শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকরা জানাচ্ছেন, এখন উৎসবের মরসুম। যাত্রীদের চাপ যথেষ্ট রয়েছে। এই অবস্থায় বিশেষ কোনও সভা থাকলে আরও যাত্রীদের চাপ তৈরি হয়। তাই এই বিশেষ পরিষেবা যাত্রীদের সুবিধার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা, শনিবার কল্যাণী-লালগোলা সেকশনে বাড়তি ট্রেনের সুবিধা, যাত্রীরা জানুন সময়সূচি










