Digha Near Kolkata: দিঘা পর্যন্ত দৌড়তে হবে না, কলকাতার কাছেই এবার দিঘার মজা, রইল সুলুকসন্ধান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Digha Near Kolkata: বাগনানে দীঘা ও মন্দারমনির আনন্দ! এই শীতে বেড়ানোর নতুন ঠিকানা গোপীনাথপুর নদী পাড় ,বেনাপুর এর কাছে মন ভাল করার নতুন ঠিকানা, বাগনানের গোপীনাথপুর নদী পাড়
advertisement
1/5

হাওড়ার বাগনানে দীঘা ও মন্দারমনির আনন্দ! এখানে হাজির হলেই মনে হবে দীঘা মোহনার কথা। চোখে পড়বে সারি সারি তালগাছ ও নদীর পাড়ে সার দিয়ে রয়েছে ট্রলার। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
এখানে সমুদ্রের উপস্থিতি না হলেও নদী পাড়ে রয়েছে দিঘার প্রকৃতি। শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নদী পাড়। গ্রামীণ প্রকৃতি পদ পেরিয়ে নদী পাড়ে হাজির হলেই দূর হবে সমস্ত ক্লান্তি।
advertisement
3/5
নদী লাগোয়া চাষের জমি। গ্রাম থেকে সরু মেঠো পথ পৌঁছে গিয়েছে নদী পাড়ে। এই শীতের সময় নদী সংলগ্ন এই স্থান অন্যরূপে ধরা দেয়। রূপনারায়ণ নদীর সৌন্দর্য এবং নদী চড়ে কৃষি কাজ তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাল গাছের সারি, ঘুরে বেড়াচ্ছে গবাদি পশু। এ এক অনন্য দৃশ্য।
advertisement
4/5
বাগনান বেনাপুর কাছেই, রূপনারায়ন নদীর লাগোয়া গোপীনাথপুর। স্থানীয় অধিকাংশ মানুষ কৃষিকাজ মৎস্য শিকার এবং নৌকা বা টলার তৈরির সঙ্গে যুক্ত। গোপীনাথপুর নদীচরে ট্রলার তৈরী হয়।
advertisement
5/5
বাগনান স্টেশন থেকে মাত্র ১২ থেকে ১৪ কিলোমিটার দূরত্বে গোপীনাথপুর নদীর পাড়। অটো বা টো টোয় মাত্র কয়েক মিনিটের পথ। বাগনান বেনাপুর চরের অদূরে এই গোপীনাথপুর। যারা নিরিবিলির শান্ত প্রকৃতি ও নদীর সৌন্দর্য উপভোগ করতে চাই। তাদের জন্য এই স্থান আদর্শ।Rakesh Maity
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Near Kolkata: দিঘা পর্যন্ত দৌড়তে হবে না, কলকাতার কাছেই এবার দিঘার মজা, রইল সুলুকসন্ধান