চরম মর্মান্তিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাগদিআয়। সেখানকার বাসিন্দা পিন্টু শেখ ভিন রাজ্যে হোটেলের কাজ করেন। সম্প্রতি ঈদে এসেছেন বাড়িতে, বেশ কয়েকজন আত্মীয়-স্বজনকে ঈদের ছুটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারই খাওয়া দাওয়ার জোগাড় চলছিল, মা ব্যস্ত রান্নাঘরে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
একমাত্র সন্তান ইউসুফ আনমনে খেলছিল বারান্দায়। সকলের ব্যস্ততার মধ্যেই মাত্র কয়েক মুহূর্তে তাকে আর লক্ষ্য করা যায় না৷ এরপর সারা বাড়ি খোঁজ করে দেখা যায় উঠোনের সামনে কলপাড়ের গর্তে ভেসে রয়েছে সে, তবে মুখখানা জলের মধ্যে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শ্বাস-প্রসার স্বাভাবিক করার চেষ্টা করলেও অনুমান করা হয় শেষ নিঃশ্বাস হয়তো অনেক আগেই ত্যাগ করেছে সে।
advertisement
সঙ্গে সঙ্গেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানেও চলে যাওয়া প্রাণ আর ফেরাতে পারেন না৷ চিকিৎসকরা কান্নায় ভেঙে পড়েন৷ গোটা পরিবার এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও সন্দেহের কোনও অবকাশ না রাখার জন্যই মৃতদেহ নিয়ম অনুযায়ী রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath