কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারী ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অভিযোগ, কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব এম টি প্যাথলজি টেকনিশিয়ানের বিরুদ্ধে ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে ।
কোচবিহার: কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব (এম টি প্যাথলজি) টেকনিশিয়ানের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এই ঘটনায় প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রী। অভিযোগ, কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব এম টি প্যাথলজি টেকনিশিয়ানের বিরুদ্ধে ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে ।
ছাত্রীর অভিযোগ তিনি জোর করে ছাত্রীদের হাত ধরেন৷ প্রতিবাদ করায় মারধর করা হয়েছে । এই ঘটনা নিয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডাক্তার নির্মল কুমার মণ্ডল। এ বিষয়ে এর থেকে বেশি আর মুখ খুলতে চাননি অভিযুক্ত।
advertisement
advertisement
উল্লেখ্য হাসপাতালের মধ্যে এক মহিলা জুনিয়র ডাক্তারের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি৷ নাইট ডিউটিতে থাকাকালীন তার উপর হামলা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়৷ আরজি কর হাসপাতালের এই ঘটনার জল বহুদূর গড়ায়৷ অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করা হলেও এর পিছনে আরও বড় হাত রয়েছে বলে বারংবার দাবি তোলেন ওই কলেজের অন্যান্য জুনিয়র ডাক্তাররা৷ বহুদিন পথে নেমে প্রতিবাদ করেন তাঁরা৷ যোগ দেন সাধারণ মানুষও৷ নির্যাতিতার বিচার চেয়ে চলে দিনের পর দিন প্রতিবাদ৷
advertisement
শুভঙ্কর সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 7:05 PM IST