এই বিষয়ে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার বলেন, সাত রাউন্ডে র্যাপিড ফরম্যাটে এই খেলা হয়। রাজ্যের ৯টি জেলা থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করেন। এই খেলায় যথেষ্ট সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
advertisement
পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টিংকু প্রসাদ গুপ্তা বলেন, প্রতিভাবান দাবাড়ুদের খুঁজে বের করাই মূল উদ্দেশ্য। প্রতিনিয়ত শিশুরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাতে তাঁদের বিকাশ কমছে। তাই শিশুদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক প্রতিযোগী মৈত্রেয় সেন বলেন, ইতিপূর্বে তিনি বিভিন্ন জায়গায় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবারও তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন। খুবই ভাল লাগছে বলে জানান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই একদিবসীয় দাবা প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতা হলে প্রতিভাবান দাবাড়ুরা উঠে আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা।





