বাজার কমিটির অভিযোগ, কিছু স্থানীয় যুবক মিলে বেছে বেছে বাজারের কয়েকটি দোকানের বের হয়ে থাকা শেড কেটে দেয়। আর তাতেই ক্ষেপে ওঠে বাজার সমিতি। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর, মারধর করার অভিযোগ রয়েছে দুই তরফে। বাজার সমিতির দাবি স্থানীয় কাউন্সিলর নাকি দৈহিক বল প্রয়োগ করেছেন। এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেও বাঁকুড়া জেলা।
advertisement
আরও পড়ুনঃ আকাশে জমছে কালো মেঘ! আজ স্বস্তির বৃষ্টিতে ভিজবে শুধুমাত্র ‘এই’ জেলাগুলি
সংকীর্ণ রাস্তা, আটকে যায় যানবাহন। এমনকি পার করতে নাকি পারে না অ্যাম্বুল্যান্সও। পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণেই ছিল তারপর বাজার সমিতির উত্তেজনা ঝামেলা বাড়ানোর অনুঘটকের কাজ করে, এমনটাই বলছেন স্থানীয় কাউন্সিলর। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং লোকে লোকারণ্য হয়ে থাকে রাজগ্রাম চত্বর। কোনওরকম নোটিশ ছিল না, বাজার সমিতির কাছে এমনটাই বলছেন বাজার সমিতির সেক্রেটারি আবার ব্যক্তিগত কারণেই নাকি উস্কাছে বাজার সমিতি পাল্টা স্থানীয় কাউন্সিলরের।
Nilanjan Banerjee