TRENDING:

পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ডেকে আনলেন 'বিপদ'! এলাকার বাড়িঘর ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড নবদ্বীপে

Last Updated:

Nabadwip: পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নবদ্বীপে। নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকায় রবিবার দুপুরে বাড়ি ভাংচুর করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, রঞ্জিত সরকার: পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল কাণ্ড নবদ্বীপে। পথ অবরোধ এলাকাবাসীর। রবিবার দুপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে নবদ্বীপে ধুন্ধুমার কাণ্ড
পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে নবদ্বীপে ধুন্ধুমার কাণ্ড
advertisement

সূত্রের খবর, স্থানীয় এক গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথের গ্যারেজ থেকে গাড়ি সারিয়েছিলেন মিঠুন নামের এক স্থানীয় যুবক। গাড়ি সারানোর প্রায় ১৭০০ টাকা পাওনা ছিল বিশ্বজিতের। সেই টাকা দিতেই দেরি করছিলেন মিঠুন। রবিবার তিনি গ্যারেজে আসায় বিশ্বজিৎ নিজের পাওনা টাকা ফেরত চান। আর তা নিয়েই দুজনের মধ্যে শুরু হয় বচসা। অশান্তি ধীরে ধীরে হাতাহাতিতে পৌঁছয়।

advertisement

আরও পড়ুনঃ বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে পথে নামল ট্রাফিক! বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি ধরতে পারলেই ‘অ্যাকশন’

গ্যারেজের বাইক, স্কুটিতে ভাঙচুর চালানো হয়েছে

অভিযোগ, সেই সময়ে মিঠুন এলাকার মস্তান সাহেব ও তার দলবলকে ফোন করে ডেকে আনেন। বিশ্বজিতের উপর চড়াও হন তারা। তার গ্যারেজে থাকা প্রায় সমস্ত বাইক, স্কুটিতে ভাঙচুর চালায়। বিশ্বজিতের বাবা-মাকেও বাড়িতে ঢুকে মারধর করা হয়। জিনিসপত্র ভাঙা হয়। শুধু তাই নয়, এলাকার অসংখ্য বাড়ি ও ক্লাবেও ভাঙচুর চালানো হয় এদিন।

advertisement

আরও পড়ুনঃ তিরবিদ্ধ অবস্থায় রাস্তায় ঘুরছিল অবলা সারমেয়, চোখে-মুখে নিদারুণ যন্ত্রণা, প্রাণ বাঁচাতে ধন্বন্তরি হয়ে এলেন বর্ধমানের যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকার গুরুত্বপূর্ণ পথ নবদ্বীপ ঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাহেব ও মিঠুনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ডেকে আনলেন 'বিপদ'! এলাকার বাড়িঘর ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড নবদ্বীপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল