TRENDING:

ISKCON Chandanyatra: আরতি, সংকীর্তন এবং বিগ্রহের নৌকোবিহার...রাধামাধবের চন্দনযাত্রা উপলক্ষে মায়াপুরের ইস্কন মন্দিরে ভক্তদের ঢল

Last Updated:

ISKCON Chandanyatra: রাধামাধবকে স্পর্শ করে পুণ্যলাভ করতে মরিয়া ভক্তরা দলে-দলে ভিড় করছেন চন্দনযাত্রা উৎসবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, মায়াপুর: রাধামাধবের চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরের ইস্কন মন্দির পরিণত হল মিলনমেলায়। দূর-দূরান্ত থেকে অসংখ্য দেশি ও বিদেশি ভক্তের সমাগম হয়েছে মায়াপুরের এই মন্দিরে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধামাধবকে যেমন ভোগ দিচ্ছেন, তেমনই বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সেখানেই নৌকাবিহার করেন রাধামাধব। তাই রাধামাধবকে স্পর্শ করে পুণ্যলাভ করতে মরিয়া ভক্তরা দলে-দলে ভিড় করছেন চন্দনযাত্রা উৎসবে।
advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব । ২১ দিন ব্যাপী এই উৎসবে মিলিত হন মায়াপুর ইস্কন-সহ দেশ-বিদেশের ভক্তরা। মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতেই মায়াপুর-সহ বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে একযোগে পালিত হয় চন্দনযাত্রা উৎসব। তবে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ঢল নামে। একেবারে মিলনমেলায় পরিণত হয় ইসকন মন্দির চত্বর।

advertisement

চন্দন শরীরে লেপন করলে শরীর ঠাণ্ডা হয়। তাই রাধামাধবকেও প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি দিতে চন্দন যাত্রা উৎসবের ২১ দিন ধরে বিগ্রহের গায়ে চন্দন লেপন করা হয়। এরপর বিকেল হতেই ইসকনের প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে নৌকাবিহার করানো হয় বিগ্রহকে। হরিনাম-সংকীর্তন সহ ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধামাধবের বিগ্রহ ভক্তদের কাঁধে করে নিয়ে আসা হয় সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সেখানে সুসজ্জিত নৌকায় করে চলে বিহার। নৌকার মধ্যে হরিনাম-সংকীর্তন সহ আরতিও হয়। আরতি সহকারে নৌকাবিহারের করিয়ে সন্ধ্যার পর আবার বিগ্রহকে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই উৎসব। এই মনোরম দৃশ্যের সাক্ষী হতেই বহু মানুষ চন্দনযাত্রা উৎসবে ইসকনে ভিড় করেন বলে জানিয়েছেন রসিক গৌরাঙ্গ দাস।

advertisement

আরও পড়ুন : বয়সে কিশোরী, উচ্চতায় ছোট্ট শিশু, মায়ের কোলে চেপে পরীক্ষাকেন্দ্রে! উচ্চ মাধ্যমিকে সফল দিশানী হতে চান শিক্ষিকা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চন্দনযাত্রা উৎসবে রাধামাধব বিগ্রহকে স্পর্শ করার, কাছ থেকে নৌকাবিহারের দৃশ্য অবলোকন করার পাশাপাশি ভক্তরা তাঁদের প্রিয় প্রভুকে ভোগ নিবেদন করারও সুযোগ পান। ভোগেও থাকে নানা রকম সম্ভার। কেউ দিচ্ছেন পায়েস, কেউ ক্ষীর, কেউ পাটিসাপটা! প্রভুর সেবার সুযোগ পেতে মরিয়া দেশি-বিদেশি ইসকন ভক্তরা চন্দন যাত্রা উৎসবে ভিড় জমান মায়াপুরে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ISKCON Chandanyatra: আরতি, সংকীর্তন এবং বিগ্রহের নৌকোবিহার...রাধামাধবের চন্দনযাত্রা উপলক্ষে মায়াপুরের ইস্কন মন্দিরে ভক্তদের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল