Higher Secondary Examination Result: Success Story: বয়সে কিশোরী, উচ্চতায় ছোট্ট শিশু, মায়ের কোলে চেপে পরীক্ষাকেন্দ্রে! উচ্চ মাধ্যমিকে সফল দিশানী হতে চান শিক্ষিকা

Last Updated:

Higher Secondary Examination Result: Success Story: দিশানী ছোট থেকে পড়াশোনার প্রতি অতি আগ্রহ। পড়াশোনা সর্বাত্মকভাবে সাহায্য করেছে শিক্ষক শিক্ষিকারা। আগামীদিনে শিক্ষিকা হতে যায় সে। দিশানীর সাফল্যে খুশি পরিবারসহ স্কুলের শিক্ষক মহল।

+
শারীরিক

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে লড়াইয়ে বসিরহাটের দিশানী

জুলফিকার মোল্যা, বসিরহাট: জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা অন্তরায় জীবনে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেও এখনও আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই। ঘাড়ের নীচ থেকে কার্যত অসাড়। নিজে স্নান করতে পারে না, চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। হাঁটাচলা তো দূর অস্ত, সরু ও রুগ্ন হাত দিয়েও তেমন কিছু করতে পারে না। শুধুমাত্র কোনওরকমে কলম চালাতে শিখেছে।
আর সেই কলমের জোরে উচ্চ মাধ্যমিকে সফল উত্তর ২৪ পরগণার বসিরহাটের চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দিশানী সাহা। এবছর মাধ্যমিক পরীক্ষায় দিশানী প্রায় ৫৯ শতাংশ নম্বর পেয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে সে মায়ের কাছে রপ্ত করেছে কবিতা আবৃতি। কবিতা আবৃতিতে দিশানীর ঝুলিতে আছে একাধিক পুরষ্কার।
আরও পড়ুন : বাবা লটারিবিক্রেতা, মা বন্ধ চাবাগানের শ্রমিক, অভাবের সংসারে মেয়ে মাধ্যমিকে বাজিমাত করে মনোবিদ হতে চান
যেন অসম্ভবকে সম্ভব করা। শরীর সায় দেয় না, শারীরিক প্রতিবন্ধকতা ১০০ শতাংশ । তবে অদম্য জেদ ও ইচ্ছে শক্তির কাছে হার মানেনি সে। বাবা অনাথ সাহা পেশায় কৃষক, মা অতসী সাহা গৃহবধূ। তিন সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খান। বিশেষভাবে সক্ষম হওয়ার পরও এবারের উচ্চ মাধ্যমিকে মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন দিশানি। দিশানী ছোট থেকে পড়াশোনার প্রতি অতি আগ্রহ। পড়াশোনা সর্বাত্মকভাবে সাহায্য করেছে শিক্ষক শিক্ষিকারা। আগামিদিনে শিক্ষিকা হতে যান তিনি। দিশানীর সাফল্যে খুশি পরিবার-সহ স্কুলের শিক্ষক মহল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Examination Result: Success Story: বয়সে কিশোরী, উচ্চতায় ছোট্ট শিশু, মায়ের কোলে চেপে পরীক্ষাকেন্দ্রে! উচ্চ মাধ্যমিকে সফল দিশানী হতে চান শিক্ষিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement