একজন চাষি সর্বাধিক ৩০ কেজি পর্যন্ত ধান বীজ পাবেন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ দেওয়া দেওয়া হবে। সামনের বর্ষার মরশুমের জন্য আর কিছুদিন পর থেকেই চাষিরা বীজতলা তৈরির কাজ শুরু করবেন। তার আগেই তাঁদের বীজ দেওয়া হবে।
আরও পড়ুন: খিদের জ্বালা বড় জ্বালা! রাস্তায় লরি আটকে তোলাবাজি চালাল ‘রামলাল’
advertisement
তবে সরকারি উদ্যোগে কেনো এই বীজ দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে বাইরে বীজ কিনে চাষিরা অনেক সময় প্রতারিত হন। ভালো গুণমানের বীজ দেওয়া হয় না। ফলে ক্ষতির মুখে পড়েন চাষিরা। কিন্তু, সরকারি খামার থেকে বীজ কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: উঠোনে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ, হঠাৎ শুঁড়ে পেঁচিয়ে নিল হাতি! তারপর যা হল, শুনলে চমকে যাবেন…
১৯ থেকে ২৩ মে পর্যন্ত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের খামার থেকে এই বীজ দেওয়া হবে। তবে কৃষকদের দাবি সরকারি বীজের গ্রহণ যোগ্যতা অনেক বেশি থাকে। তা নির্দিষ্ট একটি জায়গা থেকে দেওয়া হয়। চাষিদের স্বার্থের কথা ভেবে তা প্রতিটি পঞ্চায়েত এলাকায় দেওয়া ফলে খুবই ভাল হয়।