TRENDING:

Sundarbans News: বাঘের পর এবার লোকালয়ে 'দানব' কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন

Last Updated:
South 24 Parganas: পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘেতে বাঘের পর এবার কুমির আতঙ্ক। নদী চড়ে কুমির দর্শন সুন্দরবনের পর্যটকদের জন্য মনোরম দৃশ্য হলেও গ্রামবাসীদের জন্য বেজায় আতঙ্কের।
advertisement
1/5
বাঘের পর এবার লোকালয়ে  'দানব' কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন
পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘেতে বাঘের পর এবার কুমির আতঙ্ক। যার ফলে সতর্ক গ্রামবাসীরা। এর আগে বাঘ আসায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। নতুন করে কুমির আসায় আরও সাবধান হলেন গ্রামবাসী। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
শীতকালে কুমির এমনিতেই বাইরে বেরিয়ে আসে। রোদ পোহাতে তারা বাইরে বের হয়‌। কিন্তু এবার এলাকায় কিছুদিন আগেই হাজার বিঘেতে বাঘ এসেছিল। ফলে নতুন করে কুমির আসায় কিছুটা আতঙ্কিত সকলেই।
advertisement
3/5
কুমির দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন সকলেই। অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সকলের মতো কুমির দেখে মৃন্ময় সামন্ত নামের এক স্থানীয় বাসিন্দাও ক্যামেরাবন্দি করেছেন। তিনিও বিষয়টি নিয়ে চিন্তিত।
advertisement
4/5
যদিও সুন্দরবনে আগত পর্যটকদের জন্য এই খবরটি খুশির খবর হতে পারে। কারণ কুমির যদি এভাবে লোকালয় সংলগ্ন এলাকায় আসতে থাকে। তাহলে বোট থেকেও এই দৃশ্য দেখা যাবে।
advertisement
5/5
যদিও গ্রামবাসীদের মন থেকে বাঘের আতঙ্ক এখনও যায়নি। তারা নতুন করে কুমির দেখায় সিঁদুরে মেঘ দেখছেন। প্রাশাসনিক বিভিন্ন জায়গায় বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। এখন দেখার কি হয় সেখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarbans News: বাঘের পর এবার লোকালয়ে 'দানব' কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল