আরও পড়ুন: পূর্ব পুরুষদের পেশায় চলে না সংসার, ফাঁপরে ঝুড়ি প্রস্তুতকারীরা
এছাড়াও ভবিষ্যতে এই ডাম্পিং গ্রাউন্ডে তৈরি করা হবে বনসৃজন। দেওয়াল অংকন এর মধ্যে দিয়ে সৌন্দর্যায়ন করা হবে। ইতিমধ্যেই সম্পূর্ণ এলাকা জুড়ে দেওয়া হয়েছে প্রাচীর। লাগান হবে একাধিক গাছপালা। যাতে প্রতিনিয়ত সেই স্তূপকার এবং দুর্গন্ধ থেকে মুক্তি দেওয়া যায় স্থানীয় এলাকার মানুষদের।
advertisement
আরও পড়ুন: এখনও গ্রেফতার হলেন না খড়্গপুরের সেই তৃণমূল নেত্রী, হাইকোর্টের দ্বারস্থ প্রবীণ বাম নেতা
এলাকার মানুষের অভিযোগ ছিল, যারা পুরসভার কর্মীরা স্থানে কাজকর্ম করতেন জ্ঞানত কিংবা নিজের অজান্তেই হোক তারাই ওখানে আগুন ধরিয়ে দিয়ে যেতেন, যার ফলে দুর্গন্ধের পাশাপাশি বায়ু দূষণ ও ব্যাপক হারে বৃদ্ধি পেত ওই জায়গায়। তবে এলাকাবাসীর পক্ষ থেকেও পুরসভার এই উদ্যোগকে শুভেচ্ছা জানান হয়েছে। রাস্তাঘাট বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এলাকা দেখতে হবে সুন্দর এবং ডাম্পিং গ্রাউন্ডে বনসৃজন ভবিষ্যতে তৈরি করলে তাও পরিবেশের জন্য ভালো হলেই জানাচ্ছেন তারা।





