গত কিছু সময় ধরে চুরির ঘটনা এখানে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তাছাড়া পথ দুর্ঘটনার নানা ঘটনাও ঘটছিল। থানায় অভিযোগও জমা পড়েছে বহুবার। তাই এবার এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সর্বক্ষণ নজরদারি চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান প্রবোধ সরকার। এর ফলে অপরাধমূলক কাজকর্ম অনেকাংশই কমবে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: সাইকেলে চেপে কেদারনাথ, ঘুরে এল মন্দিরবাজারের তিন যুবক
প্রায় পঞ্চাশটির উপর গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে বসানো হয়েছে এই ক্যামেরা। যার সর্বক্ষণের ছবি সরাসরি পৌঁছে যাচ্ছে অশোকনগর-কল্যাণগড় পুরসভায়। কোথায় কখন কী হচ্ছে তা দেখার ও নজরদারি চালানোর জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের ফিড স্থানীয় অশোকনগর থানায়ও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে কোথাও কোনওরকম সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। প্রয়োজনে পুরসভার তরফেও যোগাযোগ করা হবে স্থানীয় থানার সঙ্গে।
রুদ্রনারায়ণ রায়