Kedarnath: সাইকেলে চেপে কেদারনাথ, ঘুরে এল মন্দিরবাজারের তিন যুবক

Last Updated:

Kedarnath: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতিবছর ছুটে যান লাখ লাখ পূণ্যার্থী। এই চারধামের মধ্যে শোনা যায় কেদারনাথে স্বর্গ থেকে হাওয়া আসে

+
কেদারনাথে

কেদারনাথে সাইকেল নিয়ে তিন বন্ধু 

দক্ষিণ ২৪ পরগনা: মনের ইচ্ছাপূরনে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা ঘুরে এল মন্দিরবাজারের ৩ যুবক। বিপ্লব সরদার, ছোট্টু পুরকাইত ও মেসি পুরকাইত-দের এই কাণ্ড ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে। এর আগে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল না ওই যুবকদের।
সাইকেল নিয়ে যাত্রার কথা প্রথম মাথায় আসে বিপ্লবের। তিনিই অন্য বন্ধুদের কথাটা বললে সবাই রাজি হয়। সেই থেকে শুরু হয় এই যাত্রা‌র প্রস্তুতি। চারধাম যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতিবছর ছুটে যান লাখ লাখ পূণ্যার্থী। এই চারধামের মধ্যে শোনা যায় কেদারনাথে স্বর্গ থেকে হাওয়া আসে। সেই হাওয়াই এবার খেয়ে দেখবেন।
advertisement
advertisement
২৩ এপ্রিল বাড়ি থেকে বের হয়েছিলেন ওই যুবকরা। সেই সময় তাঁদের বিদায় জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন। প্রায় একমাস সাইকেল চালিয়ে লক্ষ্যে পৌঁছন। পথে একাধিক ছোট বাধা এসেছিল। তবে তাঁদের উদ্যমের কাছে সেই বাধা হার মানে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফিরে এসে এক অন‍্য জগৎকে উপলব্ধি করেছেন তাঁরা।
advertisement
বাড়ি থেকে তারা যখন সাইকেল নিয়ে বের হয়েছিলেন তখন পাশে পেয়েছিলেন বাবা, মা ও গ্রামবাসীদের। তবে ফিরে আসার সময় পরিচিতির বৃত্ত টা অনেক বড় হয়ে গিয়েছিল। এই নিয়ে ছোট্টু পুরকাইত জানান, অজানাকে জানতে বের হয়েছিলেন। জেনেছেন অনেককিছুই।‌ দিয়েছেন সামাজিক কিছু বার্তা। তাঁদের এই অভিজ্ঞতা উপলব্ধি করে আর‌ও অনেকে এমন পথে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kedarnath: সাইকেলে চেপে কেদারনাথ, ঘুরে এল মন্দিরবাজারের তিন যুবক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement