আরও পড়ুন: শিয়ালের দখলে গোটা গ্রাম, দিনেও শোনা যাচ্ছে হুক্কা হুয়া!
বিদ্যুতের খুঁটিতে তারের জঙ্গলে অকেজো ক্যামেরা কার্যত হারিয়ে গিয়েছে। কামালগাজি মোড়টি শহরের গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে একটি রাস্তা গিয়েছে বারুইপুর। তার বাঁদিকে পড়বে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তাটি। আর ডানদিকে নরেন্দ্রপুর থানা হয়ে কামালগাজি বাইপাস যাওয়ার রাস্তা। এই মোড়ে সারাক্ষণ বাস, অটো, বাইক ও অন্যান্য গাড়ির ভিড় লেগেই থাকে। এমন ব্যস্ততম জায়গায় থাকা সিসিটিভি বিকল! এখানকার দোকানদাররা বলেন, অনেকদিন হয়ে গেল এই ক্যামেরা খারাপ হয়ে পড়ে আছে। ঝড়-বৃষ্টিতে হেলে গিয়েছিল। এখন কোনওরকমে ঝুলছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এতদিন হয়ে গেলেও সেটা মেরামত করা বা নতুন ক্যামেরা বসানো হল না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে এই রাস্তায় কোনও ঘটনা ঘটলে পুলিসের হাতে কোনও ছবি থাকবে না। অপরাধী শনাক্ত করাও কঠিন হয়ে উঠবে। তবে এখন বিষয়টি নিয়ে নড়াচড়া শুরু হয়েছে পুলিসমহলে। দ্রুত মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সুমন সাহা