Malda News: শিয়ালের দখলে গোটা গ্রাম, দিনেও শোনা যাচ্ছে হুক্কা হুয়া!

Last Updated:

মালদহের এই গ্রামের মানুষ শিয়ালের ভয়ে কার্যত ঘরবন্দি। দু'বছর আগেও এই গ্রামে শিয়ালের উপদ্রব বেড়েছিল। ৪০ জনকে কামড়ে দিয়েছিল তারা। তারপর থেকে এই গ্রামে শিয়ালের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে

+
দিনের

দিনের বেলায় গ্রামে শেয়াল

মালদহ: শিয়ালের দখলে গোটা গ্রাম! দিনের আলোতেও প্রকাশ্যে গ্রামের রাস্তায়, এমনকি বাড়ি বাড়ি ঘুরছে শিয়ালের দল। সেইসঙ্গে উচ্চস্বরে হুক্কা হুয়া ডেকে চলেছে। যে ডাক কানে গেলে আপনার ভয় লাগতে পারে। হরিশ্চন্দ্রপুরের হরদমনগর গ্রামের ঘটনা। মাঝেমধ্যেই শিয়ালরা আক্রমণও করছে মানুষকে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।
মালদহের এই গ্রামের মানুষ শিয়ালের ভয়ে কার্যত ঘরবন্দি। দু’বছর আগেও এই গ্রামে শিয়ালের উপদ্রব বেড়েছিল। ৪০ জনকে কামড়ে দিয়েছিল তারা। তারপর থেকে এই গ্রামে শিয়ালের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। হাঁস-মুরগি থেকে ছাগল, দিনের বেলায় গ্রামবাসীদের চোখের সামনে টেনে নিয়ে যাচ্ছে পালিত পোষ্যকে। গ্রামের বাসিন্দা সীমা দাস বলেন, দিনের বেলায় শেয়াল চলে আসছে গ্রামে। আমরা খুব আতঙ্কিত শিশুদের নিয়ে। যেকোনও সময় হামলা করতে পারে। শিশুদের খেলাধুলোর সময় চোখে চোখে রাখতে হচ্ছে। প্রশাসনের উচিত শেয়ালগুলি অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখানে রাতের অন্ধকার নামলে গোটা গ্রামটাই কার্যত শিয়ালদের দখলে চলে যায়। কিন্তু কেন এইভাবে লোকালয়ে ঢুকে পড়ছে শিয়ালের দল? কেন দিনের পর দিন বাড়ছে শিয়ালের উৎপাত! এর কারণ হিসাবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জঙ্গলের একের পর এক গাছ কেটে ফেলাতেই এমন ঘটনা ঘটছে। স্থানীয় মুকেশ আগারওয়াল বলেন, গ্রামের আশেপাশের জঙ্গল বেআইনিভাবে দিনের পর দিন কাটা হচ্ছে। বন্যপ্রাণীদের থাকার জায়গা নেই। তাই তারা গ্রামে ঢুকে পড়ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: শিয়ালের দখলে গোটা গ্রাম, দিনেও শোনা যাচ্ছে হুক্কা হুয়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement