রাজ্য ছাড়িয়ে এখন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর ফুলকপি। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা-সহ আরও বিভিন্ন জায়গায় ফুলকপি পৌঁছে যাচ্ছে। পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে কালেখাতলা সবজি বাজার। এই বাজারে ভিড় জমাচ্ছেন ভিন রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। এখান থেকে ফুলকপি কিনে তারপর লরিতে চাপিয়ে নিয়ে যাচ্ছেন তাদের রাজ্যে। এই সময় দাম বেশি মেলায় চাষিদের মুখেও যথেষ্ট আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
ফুলকপি চাষি তরুণ রায় বলেন, “ফুলকপি চাষ করে আমরা খুব খুশি। এখন বেশ ভাল দাম পাচ্ছি। এভাবেই চলতে থাকলে ফুলকপি চাষ করে লাভ করা সম্ভব”। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অনেকেই ফুলকপি চাষ করেছেন। ফলনও বেশ ভালই হয়েছে। চাষিরা বস্তা ভর্তি করে বাজারে নিয়ে আসছেন শয়ে শয়ে ফুলকপি। ফুলকপির আকার অনুযায়ী নির্ধারিত হচ্ছে দাম। আর ফলন ভাল হওয়ার কারণে কমবেশি প্রায় প্রত্যেক চাষি ভাল দাম পাচ্ছেন।
আড়তদার ক্ষুদিরাম মাহাতো বলেন, “এখন চাষিরা ফুলকপি বিক্রি করে বেশ ভালই দাম পাচ্ছে। সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী প্রতি পিস ১৮ থেকে ২০ টাকা অবধি দাম পাচ্ছে। এই ফুলকপি আবার ভিন রাজ্যেও যাচ্ছে”।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে শীতের শেষের দিকে বা শীত শেষ হওয়ার কিছুটা আগে সেভাবে দাম মেলে না ফুলকপির। অনেকসময় ১ টাকাতে ফুলকপি বিক্রি আবার দাম না মেলার জন্য গরুকে ফুলকপি খাওয়ানোর ছবিও দেখা গিয়েছে। তবে এখন কিন্তু ছবি একেবারে আলাদা। শীতের মরশুম শুরু হওয়ার মুখে ফুলকপি বিক্রি করে আনন্দিত চাষিরা।





