আরও পড়ুন: ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ কৃষকরা! মাঠের ফসল থেকে গোয়ালঘর ভেঙে চুরমার
খালটি দুটি পর্যায়ে কাটা হচ্ছে। একটি মাওড়াগাছি তলা থেকে চকা, অপরটি চকা থেকে চাকদা, রঙ্গিলাবাদ অঞ্চলের মধ্যে দিয়ে এই খাল কাটা হচ্ছে। খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে যাচ্ছিল। ফলে খালটি সংস্কার করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু খাল সংস্কার না হওয়ায় গ্রীষ্মকালে এই অঞ্চলে খালে একেবারে জল থাকত না বললেই চলে। এতে ক্ষতিগ্রস্ত হত এলাকার কৃষিকাজ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বর্ষাকাল ছাড়া সারা বছরই এই অঞ্চলে চাষের সমস্যা হয়। অথচ এই এলাকায় ডায়মন্ডহারবার থেকে ক্রিক খালের মধ্যে দিয়ে সূতি খাল দিয়ে জল আসার কথা। সেই সমস্যার সমাধান করতে মগরাহাট-১ ব্লক প্রশাসন খাল কাটানোর সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এই কাজ খতিয়ে দেখেন মগরাহাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন। এই খাল কাটানো খুব শীঘ্রই শেষ হবে বলে আশাবাদী তিনি। নতুন করে এই খাল কাটানোর উদ্যোগ গ্রহণ হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা।
নবাব মল্লিক