Nadia News: ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ কৃষকরা! মাঠের ফসল থেকে গোয়ালঘর ভেঙে চুরমার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
সম্প্রতি বৃষ্টির জন্য এমনিতেই ফসলের ক্ষতি হয়েছে। এই অবস্থায় ষাঁড়ের তাণ্ডবে কী করবেন, কীভাবে সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না
নদিয়া: ষাঁড়ের অত্যাচারে অতিষ্ঠ শান্তিপুরের মানুষ। মাঠের ফসল থেকে গোয়ালঘর, সবকিছু ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে শিবের বাহন। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগরচর, পুরাতন পাড়া, রামনগর চর এলাকার কৃষকরা ষাঁড়ের অত্যাচারে রীতিমতো আতঙ্কে ভুগছেন। বাধ্য হয়ে তাঁরা শান্তিপুর পুরসভার শরণাপন্ন হয়েছেন।
আরও পড়ুন: দীর্ঘদিনের দাবি পূরণ, মুক্তমঞ্চ পাচ্ছে স্কুল
প্রতিবছর এই সময়ে ষাঁড়ের উপদ্রব বাড়লেও এ বছর সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। রতন মাহাতো, মদন মাহাত, সুকান্ত মাহাত, শচীন মাহাত, তেঁতুল মাহাত, যাদব মাহাত-দের মতো শতাধিক কৃষক ষাঁড়ের অত্যাচারে কী করবেন বুঝে পাচ্ছেন না। তাঁরা জানান, কারোর আখ, কারোর কলা বাগান কিংবা রবিশস্য অথবা শীতকালীন আনাজ রাতের অন্ধকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ষাঁড়ের কারণে। বেগুন, ধান এই ধরনের ফসল একদিকে যেমন খেয়ে নষ্ট করছে অন্যদিকে জমির মধ্যে পাড়িয়ে মটর শুঁটি, গাজর, সর্ষে, ধনেপাতা এ ধরনের ছোট ছোট চারা গাছ বিঘার পর বিঘা পা দিয়ে চটকে নষ্ট করছে।
advertisement
advertisement
সম্প্রতি বৃষ্টির জন্য এমনিতেই ফসলের ক্ষতি হয়েছে। এই অবস্থায় ষাঁড়ের তাণ্ডবে কী করবেন, কীভাবে সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় জানালেও এখনও পর্যন্ত কোনও প্রতিকার হয়নি। তাই বাধ্য হয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
ষাঁড়ের আঘাতে গুরুতর জখম হয়েছেন এলাকার বেশ কয়েকজন কৃষক। যার মধ্যে কমল মাহাত এখনও শয্যাশায়ী। তাপস ঘোষ, কুচে ঘোষ, কাশি সাহারা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিনের জন্য। বিষয়টি বন দফতরে জানালেও কাজ হয়নি বলে কৃষকদের একাংশের অভিযোগ। শান্তিপুর পুরসভার পক্ষ থেকে কৃষকদের এই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিষয়টি যে পুরসভার আওতাধীন নয় সেটাও জানিয়েছেন তাঁরা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 7:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ কৃষকরা! মাঠের ফসল থেকে গোয়ালঘর ভেঙে চুরমার