Dakshin Dinajpur News: দীর্ঘদিনের দাবি পূরণ, মুক্তমঞ্চ পাচ্ছে স্কুল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ব্রিটিশ আমলে এই স্কুল তৈরি হলেও ছিল না কোনও মুক্ত মঞ্চ। এর ফলে স্কুলে যেকোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করতে হত
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিনের দাবি মেনে স্কুলে মুক্ত মঞ্চের কাজ শুরু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা। বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা জেডএমআরএম হাই স্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্ত মঞ্চের কাজের শুভ সূচনা হল। এদিন নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মালঞ্চা জেডএমআরএম হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দাস সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও বিশিষ্টজন।
প্রসঙ্গত, ব্রিটিশ আমলে এই স্কুল তৈরি হলেও ছিল না কোনও মুক্ত মঞ্চ। এর ফলে স্কুলে যেকোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করতে হত। এর ফলে একদিকে যেমন খরচ বাড়ত তেমনই অনুষ্ঠানের আগে রিহার্সালের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো পড়ুয়াদের।
advertisement
advertisement
অবশেষে স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলের দীর্ঘদিনের দাবি পূরণ হল। বালুরঘাটের এই স্কুলে খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চ তৈরি করতে বালুরঘাট পঞ্চায়েত সমিতির তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার টাকা। আগামী এক মাসের মধ্যেই এই মুক্ত মঞ্চের কাজ শেষ হবে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানিয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় প্রাঙ্গনে মুক্ত মঞ্চ না থাকার দরুন ছাত্রছাত্রীদের যথেষ্ঠ অসুবিধায় পড়তে হচ্ছিল। এবার সেই সমস্যা দূর হবে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 7:18 PM IST