Uttar Dinajpur News: খড় দিয়ে ঘর পরিষ্কারের ঝাঁটা তৈরিতেই লক্ষ্মীলাভ
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সেরগ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্যনতুন ডিজাইনের ঝাড়ু বানান তাঁরা
উত্তর দিনাজপুর: এখনও গ্রামবাংলায় প্রচলিত রীতি আছে খুব ভোরে উঠে বাড়ির মাটির উঠোন ঝাড়ু দিয়ে পরিস্কার করে তারপর গোবর লেপা। গ্রাম বাংলার প্রায়শই বাড়িতে বাড়িতে দেখা যায় এমনই চিত্র। কিন্তু যে ঝাড়ু দিয়ে মাটির উঠোন পরিষ্কার করা হয় সেটা কীভাবে বানানো হয় জানেন?
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সেরগ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্যনতুন ডিজাইনের ঝাড়ু বানিয়ে সেটা বিক্রি করে স্বনির্ভর হয়ে উঠেছেন এখানকার মহিলারা।
advertisement
advertisement
সংসারের কাজকর্ম সেরে অবসর সময় ঝাড়ু তৈরির এই কাজ করেন তারা। খড়ের একটি ঝাড়ু তৈরি করতে মহিলাদের খরচ হয় ১০ থেকে ১৫ টাকা। এটি বাজারে বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকায়। সারাদিনে ৬ থেকে ৭ টা ঝাড়ু তৈরি করা যায়। এই ঝাড়ু তৈরির প্রধান উপকরণ হল ধানের খড়। এই খড়গুলো মহিলারা নিজেদের চাষের জমি থেকে, কেউ আবার সামান্য কিছু টাকা দিয়ে কিনে নিয়ে এসে তারপর সাইজ মতো কেটে শুকিয়ে তারপর জলে ভিজিয়ে হাত দিয়ে ঝাড়ু তৈরি করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ছোট বড় ২৫ থেকে ৩০ টা ধান গাছ দিয়ে একটি আঁটি তৈরি করে পাটের সুতলি দিয়ে বাঁধা হয়। মহিলারা জানান, একটি ঝাড়ু তৈরি করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। ঝাড়ুর কারিগর কৃষ্ণা দেবশর্মা জানান, গ্রামে পাকা বাড়ি হোক কিংবা কাঁচা বাড়ি, সব জায়গায় প্রতিদিন প্রয়োজন পরে এই খড়ের ঝাঁটার। একটি ঝাঁটা একমাস চলে। ফলে এক একটি বাড়িতে বছরে ১২-১৫ টি এমন ঝাড়ু দরকার হয়। তাই সারা বছরই এই ঝাঁটার চাহিদা থাকে। চাইলে আপনিও খুব কম খরচে খড় দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই ঝাঁটা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2023 7:06 PM IST









