North 24 Parganas News: আগুন নেভাতে এসে অগ্নিনির্বাপনের পাঠ দিলেন দমকলকর্মীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
অনেক সময় দেখা যায় জল এবং বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা পুরোপুরি নেবে না। সেক্ষেত্রে ভেজা চটের বস্তা জড়িয়ে গ্যাস সিলিন্ডারের মুখ যদি পুরোপুরি ঢেকে দেওয়া সম্ভব হয় তবে আগুন নিভে যায়
উত্তর ২৪ পরগনা: শহর ও শহরতলীর অধিকাংশ বাড়িতেই এখন কয়লা বা কাঠের উনুন ছেড়ে রান্না হয় গ্যাসে। এতে অনেক সময় দেখা যায় বাড়িতে একা থাকা অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটছে। এদিন একই ধরনের ঘটনা ঘটে হাবড়ার শ্রীনগর এলাকার একটি বাড়িতে। দমকলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর তাঁরা স্থানীয় বাসিন্দাদের শেখান, গ্যাস লিক করে আগুন ধরে গেলে প্রাথমিকভাবে কী করতে হবে, কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারে।
অনেক সময় দেখা যায় জল এবং বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা পুরোপুরি নেবে না। সেক্ষেত্রে ভেজা চটের বস্তা জড়িয়ে গ্যাস সিলিন্ডারের মুখ যদি পুরোপুরি ঢেকে দেওয়া সম্ভব হয় তবে আগুন নিভে যায়, হাবড়ার এলাকাবাসীদের এমনই পরামর্শ দেন দমকলকর্মীরা। শুধু তাই নয়, বাড়িতে দিয়ে যাওয়া গ্যাস সিলিন্ডারের নির্দিষ্ট তারিখ দেখে নেওয়ারও পরামর্শও দেন। পাশাপাশি গ্যাস লিকের মত ঘটনা এড়াতে বছরে অন্তত একবার রান্নার গ্যাসের পাইপ পরিবর্তনের কথাও জানালেন এলাকাবাসীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বহু ক্ষেত্রেই গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নি সংযোগের ঘটনায় দমকলকর্মীদের ডাক পড়ে। কিন্তু তাঁরা এসে পৌঁছেতে পৌঁছতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অথচ আগে থেকে বাড়ির সদস্যরা বা স্থানীয়রা যদি কিছু জিনিস মাথায় রেখে কাজ করেন তাহলে ততটা ক্ষয়ক্ষতি হয় না। আগুন লাগার প্রথম অবস্থাতেই যদি ততপর হওয়া যায়, সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। তাই স্থানীয় মানুষদের মুহূর্তে ঘটে যাওয়া বিপদ এড়াতেই আগুন নিয়ন্ত্রণের পাঠ দেওয়া হল বলেই জানালেন দমকল কর্মীরা। এলাকাবাসীরাও জানালেন আগুন নিয়ন্ত্রণের এই পাঠ শিখে তাঁদেরও অনেকটাই উপকার হল।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 6:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আগুন নেভাতে এসে অগ্নিনির্বাপনের পাঠ দিলেন দমকলকর্মীরা