এই বিষয় নিয়ে পঞ্চায়েত অফিসে একটি বিশেষ বৈঠক করেন বনদফতরের আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। এই বৈঠক থেকে শ্রীধরনগরের ঠাকুরান নদীর পূর্বদিক বরাবর জঙ্গল ধরে উপেন্দ্রনগর তমলুকপাড়া পর্যন্ত বাঘের আনাগোনা যাচাই করতে তিনটি পর্যায়ে ৬টি ট্র্যাপ ক্যামেরা লাগানোর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হবে। ক্যামেরাগুলি দেখাশোনা করবে গ্রামবাসী ও পঞ্চায়েত।
advertisement
আরও পড়ুনঃ South 24 Parganas News: সুন্দরবনে সবথেকে বেশি শিশু মৃত্যু কীভাবে হয়? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ওই ট্র্যাপ ক্যামেরার ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।পাশাপাশি শ্রীধরনগরের ওই এলাকা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ধনচি জঙ্গলের লাগোয়া নদীতে বনদফতরের কর্মীরা রাতেও লঞ্চে করে পাহারা দেবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হবে খবর।
নবাব মল্লিক