South 24 Parganas News: সুন্দরবনে সবথেকে বেশি শিশু মৃত্যু কীভাবে হয়? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 parganas News: জলে ডুবে শিশু মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবথেকে বেশি সুন্দরবনে। সুন্দরবনের ১৯ টি ব্লকের জলে ডুবে মৃত শিশুর সংখ্যা গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক।
দক্ষিণ ২৪ পরগনা: জলে ডুবে শিশু মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবথেকে বেশি সুন্দরবনে। জলে ডুবে মৃত্যু হওয়া শিশুদের নিয়ে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তথ্য সংগ্রহের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে একটি সংস্থা।
রিপোর্টে উঠে এসেছে, সুন্দরবনের ১৯ টি ব্লকে জলে ডুবে মৃত শিশুর সংখ্যা গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছিল দীর্ঘদিন ধরে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে চার বছর বয়স পর্যন্ত শিশুদের। পরিসংখ্যানে দাবি করা হয়েছে প্রতি এক লক্ষ জনসংখ্যায় এই বয়সী শিশুদের ২৪৩ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে। এক লক্ষ জনসংখ্যায় পাঁচ থেকে নয় বছর বয়সে শিশু মারা গেছে ৩৯ জন।
advertisement
আরও পড়ুনঃ Mohammed Shami: নিজের বিয়োপিকে কাকে হিরো হিসেবে দেখতে চান মহম্মদ শামি? নাম শুনলে চমকে যাবেন
advertisement
ভয়ঙ্কর এই রিপোর্ট নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। গ্রামীন এলাকায় এই ঘটনা ঘটছে। দেখা গিয়েছে পুকুরে স্নান করতে তলিয়ে যাচ্ছে শিশুরা। তাছাড়া জলে ডোবা নিয়ে নানা কুসংস্কার ঘিরে রয়েছে এলাকায়। সম্প্রতি জলে ডোবা রোধে পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে,বিভিন্ন দফতরের সমন্বয় রেখে এ ব্যাপারে প্রচার ও সচেতনতা চালানো হবে। ফলে নতুন করে আশায় বুক বাঁধছে সুন্দরবনের বাসিন্দারা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে সবথেকে বেশি শিশু মৃত্যু কীভাবে হয়? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য