উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস, স্বামী বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে দারিদ্রের বিরুদ্ধে লড়াই লড়ব। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল।
advertisement
আরও পড়ুন: উত্তর প্রদেশে এবার আরও প্রবল গেরুয়া ঝড়, কী বলছে নিউজ ১৮ জনমত সমীক্ষা?
সিএএ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এই আইন কোনও দেশবাসীর বিরুদ্ধে নয়। এটি যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে নিগৃহীত হয়ে ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে। সেই সব গরিব মানুষদের ভারত সুযোগ করে দিয়েছে নাগরিকত্ব দেওয়ার। এটা ভারতের কোনও নাগরিকদের বিরুদ্ধে এই আইন নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ মানছেন না সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার সাংবিধানিক সতীর্থ মুখ্যমন্ত্রীর নিজের মতো প্রকাশের অধিকার আছে। সেটি যদি বিরুদ্ধেও হয় তাও তিনি করতে পারেন, এবং তিনি তাই করছেন।”
রাহী হালদার