TRENDING:

East Bardhaman News: বাজারে আলুর আগুন দাম! ক্রেতাদের ন্যায্য দামে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

Last Updated:

প্রশাসনের তরফে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা ন্যায্য মূল্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত এবার আলু বিক্রি করতে দেখা গেল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্তমানে সবথেকে চর্চিত একটি বিষয় হল আলু। গত  কয়েক দিনে বাজারে ব্যাপক ভাবে আলুর দাম বৃদ্ধি পেতে দেখা গিয়েছিল। আলু কিনতে গিয়ে হিমসিম খেতে হচ্ছিল মধ্যবিত্তকে। এর পরই আলুর কালোবাজারি বন্ধ করতে সচেষ্ট হয় প্রশাসন।
advertisement

প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয় পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়। প্রশাসনিক আধিকারিকেরাও বিভিন্ন বাজার পরিদর্শন করে কথা বলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে। অবশেষে প্রশাসনের তরফে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা ন্যায্য মূল্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো এবার আলু বিক্রি করতে দেখা গেল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।

পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গাতেই ন্যায্য মূল্যে আলু বিক্রি করতে শুরু করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নিমতলা বাজার, উত্তর শ্রীরামপুর বাজার, ও বিদ্যানগর বাজার এলাকাতেও ন্যায্য দামেই বিক্রি করা হচ্ছে আলু। এই প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর তরফে সমুদ্রগড় মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের, সংঘ কো-অর্ডিনেটর সবিতা মজুমদার বলেন, “আমরা দেখতে পাচ্ছি বাজারে আলু কোথাও ৪০ টাকা আবার কোথাও ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ন্যায্য মূল্যে আমরা আলু বিক্রি করছি। এতে সাধারণ মানুষের সুবিধা হবে।”

advertisement

প্রসঙ্গত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম বেড়েছিল অনেকটাই। ধর্মঘট ওঠার পরবর্তীতে বর্তমানে বাজারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে আলুর দাম বেশি থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের। তাই সকলের কথা ভেবে উদ্যোগী হয় প্রশাসন। সে কারণেই ন্যায্য মূল্যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে।

advertisement

View More

বর্তমানে সাধারণ ক্রেতাদের সুবিধা দিতে বাজারের থেকেও অনেকটা কম দামে আলু বিক্রি করা হচ্ছে। কম দামে আলু কেনার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। এই প্রসঙ্গে আলু কিনতে এসে ক্রেতা বিমল ভৌমিক বলেন, “বাজারের থেকে অনেকটাই কম দামে এখানে আলু পাওয়া যাচ্ছে। আলু কেনার জন্যই আমি এখানে এসেছিলাম। এটা খুবই ভালো উদ্যোগ, আমাদেরও সুবিধা হচ্ছে।”

advertisement

আরও পড়ুন- মদের দাম বাড়ছে রাজ্যে! কোন কোন সুরার উপর কী হারে, জেনে নিন 

জানা গিয়েছে, যতদিন না বাজারে আলুর দাম স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলে ন্যায্য মূল্যে পাওয়া যাবে আলু। স্বল্প লাভ রেখে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই আলু বিক্রি করছেন বলে জানা গিয়েছে। কম দামে আলু কিনে খুশি ক্রেতারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বাজারে আলুর আগুন দাম! ক্রেতাদের ন্যায্য দামে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল