বাসে আগুন লাগার ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে আপ-ডাউন দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলতে শুরু করে৷ ভেতরে যাত্রীরা অনেকেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন৷ এই ভয়ঙ্কর ঘটনা দেখে ভিড় জমে যায় সেতুর ওপর৷
advertisement
প্রত্যক্ষদর্শী জানান, মুহূর্তে বাসটিকে গিলে ফেলে বিধ্বংসী আগুন| এতটাই ভয়াবহ আগুন লাগে, ব্রিজের নীচে থাকা ঝুপড়িতেও সেই আগুন লেগে যায়| ঘটনার খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন, পরে আরও ১টি ইঞ্জিন আসে| বাসে থাকা সমস্ত যাত্রীরা প্রাণ নিয়ে নেমে এলেও অধিকাংশের সঙ্গে থাকা জিনিসপত্র পুড়ে খাক হয়ে গিয়েছে |
জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল| কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা| খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা ও হাওড়া সিটি পুলিশ৷ বন্ধ হয়ে যায় হাওড়ামুখী যান চলাচল৷ অগ্নিকাণ্ডের জেরে সেতুর ওপর সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়৷ এর প্রভাবে বিদ্যাসাগর সেতুর উপরে এবং সংলগ্ন রাস্তাগুলিতে গভীর রাত অবধি তীব্র যানজট তৈরি হয়৷ কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷ রাস্তা পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা।
Rakesh Maity