Bollywood Gossip: ‘বিয়ের আগের দিন ও আমায় জানাল বাড়ির কাজের লোকের সঙ্গে সম্পর্ক আছে’, বলিউডের তারকা অভিনেতার স্ত্রী-র কথায় হতবাক সকলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: দুদ্ধর্ষ অভিনেতার স্ত্রী জানালেন আজকালকার মেয়েদের অনেক সাহস ওরা বিয়েতে না বলতে পারে...
: বলিউডের সর্বকালীন সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম৷ তাঁর অ্যাকটিং স্কিলে মুগ্ধ জেনারেশনের পর জেনারেশন৷ কিন্তু তাঁকে নিয়েও গসিপ রয়েছে জবরদস্ত৷ বলিউডের মেন স্ট্রিম অভিনেতাদের গ্ল্যামার হয়ত তাঁর নেই কিন্তু ধারেভারে কাত করে দিতে পারেন বি টাউনের মেগা অভিনেতাদের৷ তিনিই নাকি পরিচারিকার সঙ্গে প্রেম করেছিলেন৷ Photo - Represnetative (Meta AI)
advertisement
advertisement
advertisement
advertisement
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে সীমা বলেন, “আমাদের বাগদান হয়েছিল ১৯৮৯ সালে, আর আমি জানি না কেন, কিন্তু দুই পরিবারই আমাদের বিয়েতে তাড়াহুড়ো করেছিল। আন্নু ভাইয়া (অন্নু কাপুর) শ্যুটিংয়ের জন্য বাইরে ছিলেন, এবং তিনি খুব বিরক্ত ছিলেন যে তিনি অন্য একজনের মাধ্যমে তাঁর প্রিয় বোনের বাগদানের কথা জানতে পেরেছিলেন। সেই সময়ে ফোনের ব্যবহার তেমন একটা ছিল না। বিয়ের ঠিক আগে, সে আমাকে তাঁর বাড়ির কাজের লোকের সঙ্গে সম্পর্কের কথা বলেছিল।”
advertisement
এই খবরে তার প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে সীমা বলেন, তিনি হতবাক। “আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে, আমাদেরও একটি সংবর্ধনা অনুষ্ঠানের কথা ছিল। আমরা ঝালাওয়ার নামে একটি ছোট শহরে থাকতাম, যেখানে আমার বাবা-মা অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি আমাকে নদীর ধারে নিয়ে গেলেন এবং বললেন যে তাঁর আমাকে কিছু বলার আছে। "
advertisement
advertisement
ওমের চেয়ে নিজের আত্মসম্মানকে বেছে নেওয়ার মধ্যে লড়াই যখন চলছিল তখন তিনি ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন৷ ওম পুরীর প্রথম স্ত্রী তিনি বলেছিলেন যে তিনি মূলত সামাজিক চাপের কারণেই বিয়েটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। "যে খবরগুলি পেয়েছিলাম সেগুলি হজম করতে আমার কিছুটা সময় প্রয়োজন ছিল। আমি বুঝতে পারিনি কেন সে আমাকে তখন বলেছিল; হয়তো সে যদি আমাকে আরও আগে বলত, তাহলে পরিস্থিতি অন্যরকম হত।"
advertisement