জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মোটর সাইকেলের এই প্রতারকরা যাতায়াত করছে। তারা ধোপদূরস্ত পোশাকে বিভিন্ন বাড়িতে ঢুকছে। সেখানে তারা বিভিন্ন ধাতু পালিসের পাশাপাশি বহু মূল্যবান ধাতু বিক্রির কথা বলছে।
আরও পড়ুন: চোখ কপালে সকলের! বিয়েতে অভিনব উদ্যোগ দম্পতির, কী করলেন তাঁরা? দেখুন...
বাড়ির সদস্যদের অসাবধানতার সুযোগ নিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দিচ্ছে তারা। ইতিমধ্যেই তারা একাধিক ঘটনা ঘটিয়েছে বলে খবর মিলেছে। এই গ্যাংটিকে চিহ্নিত করতে সি সি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
বর্ধমান শহরের বি বি ঘোষ রোডে একই কায়দায় অপারেশন চালিয়েছে এই গ্যাংটি। ওই এলাকার বাসিন্দা অজয় কুমার সাউ এর বাড়িতে ঢুকে পড়ে দুই যুবক। তারা নিজেদের ধাতু পালিস কর্মী বলে পরিচয় দেয় এরপর তারা নিজেরাই অজয় কুমার সাউয়ের স্ত্রীর পায়ের নূপুর পরিষ্কারের কাজ শুরু করে। এরপর ওই গৃহবধূ একটি আংটি পরিষ্কার করতে দেন। সেটি হাতে পাওয়ার পর ওই মহিলার মঙ্গলসূত্র নিয়ে চম্পট দেয় তারা।
অজয়বাবু বলেন, সেই সময় স্ত্রী বাড়িতে একাই ছিলেন। ওই দুই যুবক একটি মোটর সাইকেল এসেছিল। বাইরে আরও একটি মোটর সাইকেলে দুই যুবক অপেক্ষা করছিল। তারা মোবাইলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছিল। গয়নাগুলি হাতে পাওয়ার পরে দ্রুত গতিতে তারা ঘর থেকে বেরিয়ে মোটর সাইকেল চড়ে এলাকা ছাড়ে। এ ব্যাপারে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন: মেসি জীবন্ত হয়ে উঠলেন শিল্পের 'ছোঁয়ায়'! বিশ্বকাপ জয়ের উন্মাদনা বাংলার মাটিতে
তদন্তকারী পুলিশ অফিসাররা বলছেন, এই গ্যাংটি কিছুদিন হল এই এলাকায় সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে। পশ্চিম বর্ধমানেও এইরকম ঘটনা ঘটেছে বলে খবর মিলেছে। তারা হিন্দিভাষী বলেই জানা গিয়েছে। তবে অপারেশনের আগে কয়েকদিন ধরে এলাকায় রেইকি করছে তারা। সিসি ক্যামেরায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুব তাড়াতাড়ি তাদের ধরা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।