Wedding: চোখ কপালে সকলের! বিয়েতে অভিনব উদ্যোগ দম্পতির, কী করলেন তাঁরা? দেখুন...

Last Updated:

Wedding: বিয়ের রিসেপশন মানেই ভুরিভোজ। আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুবান্ধবদের নিয়ে বিপুল খাওয়া-দাওয়ার আয়োজন। কিন্তু তার মধ্যেই নজর কাড়ল অন্যরকম উদ্যোগ।

বিয়েতে অভিনব উদ্যোগ দম্পতি
বিয়েতে অভিনব উদ্যোগ দম্পতি
#বর্ধমান: বিয়ের রিসেপশন মানেই ভুরিভোজ। আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুবান্ধবদের নিয়ে বিপুল খাওয়া-দাওয়ার আয়োজন। কিন্তু তার মধ্যেই নজর কাড়ল অন্যরকম উদ্যোগ। যেখানে বিয়ের রিসেপশনে নবপরিনীত বর-কনের বিশেষ মুহূর্তের অন্যরকম এক ছবির সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুর। এখানে একটি পরিবারের উদ্যোগে বিয়ের রিসেপশনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্তদান মানে জীবন দান-এই বার্তা দিলেন নব দম্পতি। বিয়ের অনুষ্ঠানে এই উদ্যোগ এলাকার বাসিন্দাদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বিয়ে মানেই ফুল দিয়ে সাজানো অনুষ্ঠান বাড়ি। সানাইয়ের সুর। সেজেগুজে সেই অনুষ্ঠান বাড়িতে যোগদান সকলের। কিন্তু সেই বৌভাতেই রক্তদান শিবিরের আয়োজন করল পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুরের একটি পরিবার। সেই শিবিরে ২৯ জন রক্তদান করেন।
advertisement
advertisement
আগে থেকেই ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল নব দম্পতি। সেইমতো সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। এক এক করে রক্ত সংগ্রহ করলেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নব দম্পতি সৈকত কর ও সায়নী কর নিজেদের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে অন্য কিছু করার পরিকল্পনা নিয়েছিলেন। অনেক ভাবনা চিন্তার পর রক্তদান শিবির করার সিদ্ধান্ত নেন তাঁরা। শুধু রক্তদান শিবিরই নয়, রক্তদাতাদের একটি করে চারা গাছ উপহার দেন তাঁরা। এই বিশেষ বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণি সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন সাধারণত বিয়ে বাড়িতে এমন উদ্যোগ দেখা যায় না। ওই দম্পতির কাজ অন্যদেরও এই ধরনের ভাল কিছু করার ক্ষেত্রে উৎসাহিত করবে।
advertisement
নব দম্পতি বলেন, রক্তের জন্য অনেককেই সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা অনেকেই যদি রক্তদান করার ব্যাপারে এগিয়ে আসি তাহলে মুমূর্ষু অনেকের প্রাণ বাঁচতে পারবে। রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং এ ব্যাপারে ভীতি কমাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সবুজ বাড়ানোর লক্ষ্যেই গাছের চারা উপহার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wedding: চোখ কপালে সকলের! বিয়েতে অভিনব উদ্যোগ দম্পতির, কী করলেন তাঁরা? দেখুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement